আমাদের কথা খুঁজে নিন

   

এক আতেল এর আতলামি দেখুন।.... ‌

মাত্রাতিরিক্ত রকমের জ্ঞেয়ানী জনেরা আমার ব্লগের উটকো অতিথি বলে বিবেচিত হবে।

এক আতেল এর আতলামি দেখুন।.... ‌ আতেল কয় কি?... আজকে কি আর্জেন্টিনার রেফারি নামছে নাকি???? তগুলা ফাউল করতেছে আর্জেন্টিনা কিন্তু রেফারি একটাও ধরছে না। অপরদিকে গ্রীস একটু ধাক্কা দিলেই রেফারি ফাউল বলে বিবেচনা করছে। তাই বলি রেফারি কি আর্জেন্টিনা থেকে আমদানী করা হয়েছে। বেডা আগে তুই খেলা দেইখা আহ তার বাদে তোর লগে কতা কবাআনে। ফাজিল এর সার্পোটার গুলা খেলা না দেইখাই খালি ফাল পারে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।