আমাদের কথা খুঁজে নিন

   

(১৮+ কিন্তুক) আমি তো ব্রাজিলের সাপোর্টার কিন্তু আছি বড় ফান্দে আমারে হেল্পান

www.eee-lab.com

আমি তো ব্রাজিলের সাপোর্টার কিন্তু আছি বড় ফান্দে ব্রাজিলরে আমি খবই ভালা পাই কিন্তু ব্রাজিলরে ভালা পাইতে গিয়া এক্কেরে মান স্ম্মান সব শেষ ঘটনা তাইলে খুইল্লা কই, ব্রাজিলরে আমি যেহেতু খুবই ভালা তাই সব জায়গায় ব্রাজিল কইয়া লাফায় উঠি তা হোক বাসায়, এলাকায়, ভার্সিটিতে বা কোন পাবলিক প্লেসে............... কিন্তু সুন্দরী ..... মানুষ দেখলে আমার আবার একটু তোতলামী হয়, আর তাতেই কাহিল অবস্খা, আমি ব্রা কওয়ার পরই যা হওয়ার তাই আমিতো ব্রা ব্রা ব্রা করতে থাকি কিন্তু জিল আর বের হয় না সেদিন বাসায় আমার এক মামাতো বোন আইছে তারে আমি একটু ব্রাজিলের গুণ কীর্তন করার লাইগা কইলাম ব্রা .............. আর তো বাইর হয় না, এদিকে তো দেখি তার চেহারা লাল হইয়া যাইতেছে, পরে অবস্থা বেগতিক দেখে আমার ছোট ভাই পাশ থিকা কইল জিল, আমি হাফ ছাইরা বাচলাম, আর কথা কইলাম না কে জানে আবার না...... তারপরদিন ব্রাজিল এর পতাকা টানাইতে ছাদে গেলাম অন্য আরেক ফ্লাটের ললনাকে দেখিয়া একটু ব্রাজিলের লেকচার দিমু বইলা ঠিক কইরা যেই না তার সামনে গিয়া কইছি ব্রা ................. আর অমনি আমি আটকায় গেলাম ব্রা ব্রা করতাছি আর তো কিছু বাইর হয় না মুখ দিয়া আর কিছুক্ষণ হইলে তো মাস্ট ধোলাই আছিল তবে এ যাত্রায়ও বাচলাম সে ইন্টেলিজেন্ট ছিল বইলা সেই কইল জিল জিল এরপর ভার্সিটিতে একদিন সুন্দরী এক ম্যাডামের ক্লাসে সাথে সবাই প্রিয় টিম নিয়া আলোচনা করতে ছিল, আর্জেন্টিনার সাপোর্টাররা ব্রাজিলরে নিয়া উল্টাপাল্টা কইতেই আমি চিতকার কইরা কইলাম ম্যাডাম ব্রাাাাাাা আর অমনি গেলাম আবারো ঠেইকা, ব্রা ছাড়া আর কিছুই বাইর হয়না মুখে ম্যাডামেতো দেখি আমার ব্রা ব্রা চিতকার শুইনা আর চোখে নিজের ইয়ের দিকে তাকাইতে লাগলো, উপায়ন্তর না দেইখা আমি শেষে একটা কাগজে লেইখা দেখাইলাম জিল আর আমার মতো ম্যাডাম ও শ্বাষ ছাইড়া বাচল মনে হইল কত ধকল না জানি পার হইয়া আইছে শুধু কি তাই এসব ঘটনা শেষ হইয়াও শেষ না পোলা্পাইন পরে আইসাও আবার মনে করায়, এখন আমিতো ব্রা.........জিলের সাপোর্ট করি কিন্তু ক্যাম্নে কর্তাম এক্টু হেল্পান


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।