আমাদের কথা খুঁজে নিন

   

বিচার মানি তালগাছ আমার

"তার চাইতে উত্তম কথা আর কি হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নিজে নেক আমাল করে ও বলে যে, নিশ্চয় আমি বিশ্বাসীদের (মুসলমানদের) মধ্যে একজন" এই মাস থেকে নাকি রাজপথে সকল সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে সরকার। আর এই বিধান নাকি সকল দলের জন্য কার্যকর হবে। তাহলে আমি কি বলবো সরকার তাইলে মাস গননা করতে জানেনা অথবা দল চিনেনা কোনটা?? এই মাসের ২৭ তারিখেই হতে যাচ্ছে চুতিয়া বাবাদের ঢাকার সমাবেশ। শুনলাম মেলা গাঞ্জা, পাঞ্জা, নেংটা পোংটা বাবারা নাকি ঐদিন সমাবেশ করিতে হাজির হইবে। তো উনারা কি রাস্তায় সমাবেশ করবেন নাকি সরকার তাদের জামাই আদর করে হলরুম ভাড়া করে সমাবেশ করাবেন?? বরঞ্চ এটা বলতে পারতো যে, আওয়ামীলীগ ও তার গুনকীর্তনকারী দল ছাড়া সকল দলের সভা সমাবেশ নিষিদ্ধ। উনারা বিচার করবেন, বিচার মানবেন, আইন করবেন, আইন মানবেন সবই ঠিক আছে, কিন্তু কথা হলো তালগাছটা ওনাদের দখলে থাকতেই হবে। ২৭ তারিখের চুতিয়া সমাবেশে সকল কাক মহোদয়গনকে আমন্ত্রন জানানো হলো উনাদের পাক (!) পবিত্র (!) দেহ খানার উপর অপবিত্র মল বিসর্জন দেওয়ার জন্য। চিন্তা করবেন না কাক মহোদয়গন, আপনাদের ফায়ারিং স্কোয়াড দিয়ে ভাগিয়ে দিতে পারবেনা, কারন তারা চলে ডালে ডালে আর আপনারা চলেন পাতায় পাতায়। উক্ত হাগু দিবসের অগ্রিম শুভেচ্ছা রইল সকল কাক মহোদয়গনকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।