আমাদের কথা খুঁজে নিন

   

২৭ জুনের হরতাল সফল করতে সর্বশক্তি প্রয়োগ করবে জামায়াত

ভাষা ধর্ম বর্ণ আর আভিজাত্যে বিশ্ব আজ বহুধা খণ্ডিত। কেউ প্রথম বিশ্বের, কেউ তৃতীয় বিশ্বের। কেউ হিন্দু কেউ মুসলমান কেউবা হিন্দু.....এত জটিলতায় কাজ নেই। আমি মানুষ এবং একজন বাঙালি এটাই হোক আমার পরিচয়। এতেই আমি গর্বিত।



ঢাকা, ২০ জুন (শীর্ষ নিউজ ডটকম): আগামী ২৭ জুন সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল সফল করতে জামায়াতে ইসলামী তাদের পূর্ণশক্তি প্রয়োগের ঘোষণা দিয়েছে। সেই সাথে জামায়তে ইসলামীর শান্তিপূর্ণ কর্মসূচিকে দলের দুর্বলতা ভাবলে সরকার বড় ধরনের ভুল করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহম্মদ মুজাহিদ। আজ বিকেলে জামায়াতে ইসলামীর পুরানা পল্টন কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে তিনি এ হুঁশিয়ারী উচ্চারণ করেন। সমাবেশের আগে জামায়াতের বিক্ষোভ মিছিলে পুলিশি বাধা এবং লাঠিচার্জের প্রেক্ষিতে তিনি এ কথা বলেন। সাংবাদিক হত্যা ও সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বিএনপির ডাকে সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ধারাবাহিকতায় চারদলীয় জোটের প্রধান শরিক জামায়াতে ইসলামিও আজ বিকেলে পল্টন অফিস থেকে বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলটি রাজধানীর পল্টন মোড়ে পৌঁছলে পুলিশ মিছিল কারীদের বাধা দেয়। এতে মিছিলকারী ও পুলিশের মধ্যে সংক্ষিপ্ত সংঘর্ষ হয়। মিছিলকারীরা পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে, পুলিশও মিছিলকারীদের উপর লাঠিচার্জ করে এবং তিনজনকে আটক করে। পরে জামায়াতে ইসলামীর মিছিলকারীরা মিছিল নিয়ে অন্য পথ দিয়ে তাদের পুরানা পল্টন মহানগর জামায়াতের কার্যালয়ের সামনে গিয়ে মিছিল শেষ করে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বলেন, আমরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে মুক্তাঙ্গনে বিএনপির বিক্ষোভ সমাবেশে যোগ দিতে যাচ্ছিলাম, কিন্তু সরকারের নির্দেশে পুলিশ আমাদের মিছিলে বিনা উসকানিতে বাধা দেয় এবং লাঠিচার্জ করে।

তিনি সরকারের এ আচরণের কঠোর সমালোচনা করে বলেন, জামায়াতে ইসলামীকে দুর্বল ভাবাটা সরকারের সবচেয়ে বড় ভুল হবে। তিনি বলেন, আমরা সরকারকে বিভিন্ন সময় অগণতান্ত্রিক আচরণ থেকে বিরত থাকতে অনুরোধ করেছি কিন্তু সরকার আমাদের কথায় কান দেয়নি। সারাদেশে বিরোধী দলীয় নেতা-কর্মীদের উপর সরকার ও সরকারি দলের সন্ত্রাসীরা নির্যাতন চালাচ্ছে। বাকশালীয় কায়দায় সংবাদপত্র ও টিভি চ্যানেল বন্ধ করে দিচ্ছে, সংবাদকর্মীদের উপর নির্যাতন চালাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সোজা আঙুলে ঘি না উঠলে আমরা আঙুল বাঁকা করব। বিচার বিভাগ ও গণমাধ্যমে সরকারের অগণতান্ত্রিক হস্তক্ষেপের সমালোচনা করে বলেন, এবাবে দেশা চালাতে থাকলে মেয়াদের আগেই বর্তমান সরকারের পতন হবে।

বিএনপি আহুত ২৭ জুনের হরতালের সাথে একাত্মতা প্রকাশ করে মুজাহিদ বলেন, এ হরতাল সফল করতে জামায়াতে ইসলামী সর্বশক্তি নিয়োগ করবে। হরতাল পালনে পুলিশ বাধা দিলে তা প্রতিহত করারও ঘোষণা দিয়েছেন মুজাহিদ। এর এত যদি কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় তার দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা মহনগর জামায়াতের সেক্রেটারি হামিদুর রহমান আজাদ, সহকারী সেক্রটারি জেনারেল মো. কামারুজ্জামান, এটিএম আজহারুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম খান।

এদিকে, জামায়াতের মিছিলে পুলিশ লাঠিচার্জ করলে মুক্তাঙ্গনে সমবেত বিএনপির নেতা-কর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ছে বলে খবর পাওয়া গেছে। সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে আজ সারা দেশে বিএনপি পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালন করছে। তারই ধারাবাহিকতায় আজ বিকেলে মুক্তাঙ্গনে তাদের বিক্ষোভ সমাবেশ করে বিএনপি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।