পাঠশালার ছাত্র এখনো
জন্মস্থান আমার- সবুজ শহর 'বরিশাল'। কীর্তিনাশা নদী কীর্তনখোলা'র তীরে অবস্থিত এ অঞ্চলের একটি দারুন সুন্দর আদি নাম রয়েছে-
"চন্দ্রদ্বীপ"
আমার আজীবনের আক্ষেপ- কোন বেরসিক এত সুন্দর অর্থবহ নামকে পরিবর্তন করে বরিশাল করল? যাই হোক- জন্মের পর থেকেই দেখে আসছি বরিশালবাসীর নানা হাহাকার। বাংলা'র তাবৎ উন্নয়ন থেকে বরিশাল বঞ্চিত। নদ-নদী-খাল বেষ্টিত বলেই যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়াতেই সম্ভবত এ অঞ্চল অনেকটাই বিচ্ছিন্ন অবহেলার শিকার হয়েছে। বরিশালের মানুষ হিসেবে সেই ছোটবেলায় যখন ঢাকা আসতাম, হকচকিয়ে যেতাম ঢাকা'র রূপ-জৌলুস দেখে।
নিয়ন-সোডিয়ামের খেলা দেখে চোখ জুড়িয়ে যেত। ইয়া উঁচু উঁচু সব ইমারত দেখে নিজের জন্মস্থানকে করুনা করতাম।
ঢাকা'র চাকচিক্যের বিপরীতে বরিশাল'কে গ্রাম গ্রাম লাগতো। সবুজ'কে অবুঝ মন আমার অবহেলা করতো ছেলেমানুষি অজ্ঞতায়।
আর আজ?
কাজের জন্য অবস্থানগতভাবে আমি ঢাকায়।
হঠাৎ করেই আবারও করুনা অনুভব করছি, না না...বরিশাল'র জন্য না। আজ ঢাকা'র জন্য কষ্ট হচ্ছে কেন জানি। স্বাধীনতা লাভের পর এতগুলো বছর পার হয়ে গেল- এখন পর্যন্ত সুষ্ঠু বন্টন দেখল না দেশবাসী। দেশের অন্য জেলাগুলোকে বঞ্চিত করে, সবকিছু গাদা করে রাখা হয়েছে এই ঢাকায়। ধিরে ধিরে এই গাদা পঁচে-গলে ডাস্টবিনে রূপ নিচ্ছে আমাদের রাজধানী।
পিলপিল করে লোক ঢুকছে প্রতিদিন...আরো ঢুকবে...আরো...আরো.....। সবকিছুর কেন্দ্রবিন্দুতে পরিণত করা হয়েছে এই নগরীকে। দিনদিন বাড়ছে তাই বোঝা। ভয়াবহ আগামীর দু'এক চিলতে নমুনা মাঝে মাঝেই উঁকি দিয়ে যাচ্ছে এই নগরীর এখানে সেখানে। পেটের দায়ে ঠেকা মানুষগুলো সব জেনেবুঝেও ওপরওয়ালার নাম নিয়ে আতংকিত বসবাসে রপ্ত হয়ে যাচ্ছে।
প্রশ্ন হচ্ছে- কেন নেয়া হচ্ছে না কোন কার্যকরী পদক্ষেপ? কেন বন্টন করা হচ্ছে না ঢাকা থেকে বিভিন্ন অফিস-আদালত, শিল্প কারখানা...দেশের অন্যান্য স্থানে? মোট আয়তনের পরিসংখ্যানে এখানে কত লোক বসবাস করতে পারবে...ভূমি পরীক্ষার জরিপে এখানে মোট কত ওজন সহ্য করার ক্ষমতা রয়েছে?
আমরা আমাদের রাজনৈতিক (পেটনৈতিক) দলগুলোকে ভালভাবেই চিনি। নিজেদের পেটপূজো যাতে সহজে হয়, তাই হাতের নাগাল ছাড়া করতে চায় না তারা অফিস-আদালতের এই দঙ্গলকে। আর তাই, সার্বিক এই নগরীতে দৃশ্যমান অসহ্য ট্রাফিক জ্যামের মতই রয়েছে লাখ-কোটি অদৃশ্য প্যাঁচালো জ্যাম। প্রতিদিন চক্রানুক্রমিক হারে তা বাড়ছে।
এই প্যাঁচ ছাড়ানোর দায়িত্ব কার বা কাদের?
কার বা কাদের অযোগ্যতার খেসারত দিতে হবে অসংখ্য অমূল্য প্রাণের..
প্রতিনিয়ত?? হাহ্...এদেশে প্রাণের দাম কবে হবে???
ঢাকা।
বাংলাদেশের রাজধানী।
বিপদ সীমা'র লাল দাগ পেরিয়ে আসা নগর।
লাল দাগের ওপরে আর কোন দাগ কি আছে?
থাকলে সেটা কি রঙের ও কতটা দূরে?
আমরা হয়তো সেটার অপেক্ষায়ই রয়েছি.....
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।