আমাদের কথা খুঁজে নিন

   

মিঠু'স প্যাঁচাল-২

বাংলা আমার...................

(১) তুমি হলে মহাসাগর আমি ছোট্ট নদী চোখের ঝর্ণা বাঁধ মানেনা বহে নিরবধি। (২) ভালোবাসা ফুলে'র বাগান পাখির কিঁচির-মিচির তোমায় দিলাম হৃদয় ভরা জমানো স্নিগ্ধ শিশীর। (৩) পাপ-পূন্যে'র পৃথিবীতে ভালোবাসা'ই খাঁটি মরনের পরে এসোনা দিতে সমাধীতে মোর মাটি। (৪) তুমি নক্ষত্র আমি তার আলো তোমার ঘৃনার আগুনে আমি পুড়ে কয়লা কালো। (৫) বিরহ ব্যাথায় নীশি-দিন জ্বলি কোথাও না পাই সুখ কতোদিন বলো দেখিনা আমি প্রিয়া'র স্নিগ্ধ মুখ। (৬) প্রতি ৭ দিনে ১ বার দেখা মাঝে ৬ দিন গ্যাপ বলেন তো ভাই ক্যানো এ শাস্তি করেছি কি খুব পাপ। ------------------------------------- -------------------------- ---------------- স্বপ্নবাজ মতিউর রহমান মিঠু যাত্রাবাড়ী,ঢাকা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।