আমাদের কথা খুঁজে নিন

   

চির পরিচিত কিছু সাবেক ফুটবলারের অপরিচিত মুখ (ছবি ব্লগ)

নিজেকে উপলব্ধি করো। দেখবে কখন যেন ইশ্বর স্বয়ং এসে তোমার পাশে দাঁড়িয়েছেন

এদের সবাই কোন না কোন সময় বিশ্বকাপ মাতিয়েছেন নিজেদের দলের হয়ে। কালের আবর্তে অবসরের পর মিডিয়ার অন্তরালে চলে যাবার কারনে অনেকের চেহারাই এখন আমাদের কাছে আর আগের মত পরিচিত নয়। এদের কয়েকজনকে নিয়েই এই ব্লগ। নিকট অতীত এবং মিডিয়াতে ঘনঘন দেখা যায় এমন তারকাদের এখানে বিবেচনায় আনা হয় নি। রবার্টো ব্যাজ্জিও (ইটালী) বেবেটো (ব্রাজিল) টমাস ব্রোলিন (সুইডেন) এমিলিও বুয়েত্রোগুয়েনো (স্পেন) ক্যারেকা (ব্রাজিল) ইউসেবিও (পর্তুগাল) এনজো ফ্রান্সেসকোলি (উরুগুয়ে) গার্ড মূলার (পশ্চিম জার্মানী/জার্মানী) রুড গুলিট (হল্যান্ড) গিওর্গি হ্যাজি (রোমানিয়া) ম্যারিও কেম্পেস (আর্জেন্টিনা) গ্যারি লিনেকার (ইংল্যান্ড) ড্যানিয়েল প্যাসারেলা (আর্জেন্টিনা) রোমারিও (ব্রাজিল) পাওলো রসি (ইটালি) সক্রেটিস (ব্রাজিল) রিস্টো স্টইচকভ (বুলগেরিয়া) মার্কো ভ্যান বাস্টেন (হল্যান্ড) ইভান জামোরানো (চিলি) ওয়াল্টার জেঙ্গা (ইটালী) জিকো (ব্রাজিল)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।