আমাদের কথা খুঁজে নিন

   

দেশ গড়তে প্রয়োজন



দেশ গড়তে প্রয়োজন নেতাকে সৃজনশীল হতে হয়। দায়বদ্ধতা নিয়ে চলতে হয়। অন্তরদৃষ্টি খোলা রাখতে হয়। উন্নত স্বপ্ন সদা দেখতে হয়। জননীতির মান নিয়ে ভাবতে হয় আত্মমুখিন স্বার্থ ত্যাগ করতে হয়।

সকলকে একযোগে ভাবতে হয় পরিপার্শ্ব প্রকৃতি না দেখলে নয়। জনতাই বৃহৎ শক্তি তা ভাবতে হয় জনতাকে গুরুত্ব না দিলে নয়। জনতা নেতাকে বসায় আসনে জনতাকে ফেলতে নেই পেছনে। চিন্তাকে করতে হয় সম্প্রসারিত নেতার হৃদয় রবে অতি প্রসারিত। পরিকল্পনা প্রনয়নে দরকার স্বচ্ছতা বাস্তবায়নে দরকার অতি উন্মুক্ততা।

সম্ভাবনার উৎস সদা খুঁজতে হয় সম্পদের সদ্ব্যাবহার করতে হয়। নিজস্ব সম্পদ আহরন কতে হয় সততা নিয়ে ব্যবহার করতে হয়। মানবসম্পদই রাখে মূল্যবান অবদান এদেরকে নানা পেশায় দিতে হয় প্রশিক্ষণ। বৃদ্ধি করা দরকার দক্ষতার উন্নত মান দক্ষ শ্রমিকরা প্রকৃতই মহামূল্যমান।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।