আমাদের কথা খুঁজে নিন

   

হায় নারীর মন...


দীর্ঘ সাত বছর প্রেমের পর শুভ পরিণয়। সাত বছর একটা "মানুষ"কে চেনা হয়ত সম্ভব, কিন্তু "নারীর মন"??...মনে হয় সাত জনমেও চেনা সম্ভব নয়। অনেকদিন পর আবার উপলব্ধি করলাম ব্যাপারটা। সপ্তাহে দুইদিন ছুটি আমার। শুক্র, শনি--এই দুইদিন খাওয়া, ঘুম, মুভি আর অনলাইনের জন্য বরাদ্দ রাখি।

আজ শুক্রবার দুপুরের লাঞ্চ করে আরামে ঘুমুতে যাচ্ছি (জার্মানির খেলা দেখব বলে) এমন সময় আমার সহধর্মিনী ঘোষণা করলো তাকে নিয়ে বিকেলে মার্কেটে যেতে হবে। কারন তার দাবী অনুযায়ী বিয়ের পর আমি নাকি কোন কিছুই তার জন্য নিজে থেকে কিনে আনিনি। গুরুতর অভিযোগ। অবশ্য তার দাবী আংশিক হলেও সত্য। যদিও তার কাছে হাজারবার স্বীকার করেছি যে আমি আর সবার মত একা একা মার্কেটে ঘুরে মেয়েদের জামা-কাপড় কিনতে পারিনা।

তবুও যত দোষ নন্দ ঘোষ। ....যাই হোক বউয়ের ঘোষণা শুনে ঘুমুতে যাওয়ার সময় মনে মনে বললাম---আল্লাহ, আজ যেন বিকেলে বৃষ্টি হয়; যেন ঢাকা শহর শুধুমাত্র বিকেলের জন্য তলিয়ে যায়। কিন্তু শকুনের দোয়ায় যে গরু মরেনা তার প্রমাণ পেলাম বিকেল বেলার ঝলমলে রোদ দেখে। ...বের হলাম বউকে নিয়ে। গেলাম বনানী ১১ নাম্বার রোডে।

এইখানে নাকি অনেক "সুন্দর সুন্দর" "জিনিস" পাওয়া যায়। তার কোন এক বান্ধবী নাকি তাকে এ "সুসংবাদ" জানিয়েছে। ধন্যবাদ তাকে। পাক্কা ৩ ঘন্টা ধরে আমাকে বাঁধা গরুর মত পিছনে পিছনে হাঁটিয়ে একখান জামাকে নিজের পছন্দ হয়েছে বলে ঘোষণা করল। আমি গা ঝাড়া দিয়ে উঠলাম।

তাড়াতাড়ি বিল মিটিয়ে দিয়ে বের হয়ে এলাম...মতিগতি পাল্টানোর আগেই। জামা কেনার পর আমার মাঝে "রোমন্টিকতা" জেগে উঠল। বউকে বললাম তাকে কাবাব খাওয়াব। বউ সরু চোখে তাকাল। আমার মতিগতি বোঝার চেষ্টা করছে।

কারন বিয়ের পর আমি নাকি বাইরের এক গ্লাস পানিও তাকে খাওয়াইনা (আমার বিরুদ্ধে আরেকটি গুরুতর অভিযোগ তার)। তাকে নিয়ে রেস্টুরেন্টে ঢুকলাম। এবং রেস্টুরেন্টে ঢুকার কারনেই জীবনের আরেকটি ধ্রুব সত্য আরেকবার জানলাম। রেস্টুরেন্টে পাঁচ মিনিটও বসিনি এমন সময় বীরদর্পে সে ঘোষণা করল---নতুন জামা এখন তার আর পছন্দ হচ্ছে না; পাল্টাতে হবে!! আমি চোষে লোভনীয় কাবাবের বদলে সর্ষে ফুল দেখতে লাগলাম...পাঁচ মিনিটের মধ্যেই তার মনে কত পরিবর্তন! এত ঘুরাঘুরি করে পছন্দ করার কয়েক মিনিটের মধ্যেই তা অপছন্দ! যদি বাসায় নিয়ে গায়ে দেবার পর অপছন্দ হত তবুও কথা ছিল। ...হায় নারী মন! কত খুটিনাটি বাছ-বিচার করে জামা কিনল অথচ পাঁচ মিনিটও মন টিকল না।

সাথে সাথে তার সাথে উঠে গিয়ে জামা পাল্টিয়ে নিয়ে এলাম এমন এক জামা যেটাকে সে ৩ ঘন্টা আগেই প্রথম দোকানে দেখেছে!!! তাহলে এতক্ষন হন্টনের কারন কি?? ...আরেকবার বুঝলাম, এই হল নারীর মন.....স্বয়ং আদম (আঃ) পর্যন্ত যার কাছে ঘোল খেয়ে গিয়েছিল!! আর আমি তো কোন নস্যি...... অ.ট পরেরবার রেস্টুরেন্টে ঢুকে সময়ের অযুহাতে কাবাব পার্সেল করে বাসায় এনেছি; পাছে আবার কখন মন পরিবর্তন হয়ে যায়!!
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।