আমাদের কথা খুঁজে নিন

   

"কিল সুইচ বিল" - বিশ্বব্যাপী ইন্টারনেট নিমিষেই অচল করে দেবার নূতন বিল মার্কিন কংগ্রেসে উত্থাপন!!!

সবকিছু অন্ধকার হতে শুরু , অন্ধকারেই শেষ...

আমেরিকা কর্তৃক নিয়ন্ত্রিত সকল ইন্টারনেট ব্যাবস্থা, রাষ্ট্রীয় জরুরী মূহুর্তে নিমিষেই বন্ধ করে দেবার নূতন বিল শীঘ্রই মার্কিন সিনেটে উত্থাপিত হতে যাচ্ছে। সম্পূর্ণ নূতন এই ব্যবস্হার নামকরন করা হয়েছে "কিল সুইচ"।এই বিলের অধীনে মার্কিন প্রেসিডেন্টকে সকল ইন্টারনেট ব্যাবস্থা করায়ত্ত, এমন কি বন্ধ করে দেবার পূর্ণ অধিকার দেয়া হয়েছে! "Protecting Cyberspace as a National Asset Act (PCNAA)" নামের এই বিলে আরো বলা হয়েছে, বিবিধ আই.টি কোম্পানী , যেমন, ব্রডব্যান্ড প্রোভাইডার, সার্চ ইন্জিন, সফটওয়্যার কোম্পনী সমূহকে, মার্কিন সরকার কর্তৃক প্রদত্ত যেকোন নির্দেশনা অনতিবিলম্বে পালন করতে হবে, অন্যথায় নির্দেশ পালনে ব্যার্থ কোম্পানী জরিমানার সম্মুখীন হবে। প্রভাবশালী লবি গ্রুপ ZDNet-CNET -এর মতে এই বিলের ধারণা নূতন কিছু নয়, এই বিলেরই একটি খসড়া প্রস্তাব গত আগষ্টে CNET -এর হাতে আসে, যাতে জরুরী সাইবার সিকিউরিটি আইন প্রনয়ন করা এবং অন্য আরেকটি বিলে যেকোন মূহুর্তে ইন্টারনেট বিচ্ছিন্ন করবার প্রস্তাব আনা হয়েছিলো।ZDNet-CNET আশংকা প্রকাশ করেছে যে, এই বিল ইউ.এস গভর্মেন্ট কে অপরিসীম ক্ষমতার অধিকারী করে দিবে এবং ফলশ্রুতিতে অনাকাংক্ষিত চরমূল্য প্রদান করতে হতে পারে। এই বিলের উদ্যাক্তা Joe Lieberman, একজন স্বতন্ত্র মার্কিন সিনেটর, বর্তমানে Senate’s Homeland Security committee -এর চেয়ারম্যান।দেশের নিরাপত্তার সাথে জড়িত, এই ব্যাপারটিই তার বর্তমান বিলটি উত্থাপন করবার কারণ বলে মনে করা হচ্ছে। এই বিলের অধীনে, কোন কোম্পানী যারা ইন্টারনেটের উপর নির্ভরশীল, এবং Homeland Security ডিপার্টমেন্ট কর্তৃক প্রকাশিত তালিকায় থাকবে, যেমন টেলিফোন কোম্পানী, U.S. "information infrastructure" -এর যেকোন অংশ, তারা একটি নূতন কমিটি National Center for Cybersecurity and Communications (NCCC) দ্বারা পরিচালিত হবে, অর্থাৎ সমস্ত কিছুই পরিচালিত হবে, সরকার কর্তৃক! এই বিলে একমাত্র সীমাবদ্ধ দেখা হচ্ছে, যে এই বিল দ্বারা NCCC কোন ক্রমেই কোন ব্রডব্যান্ড প্রোভাইডার বা অন্য কোন কোম্পানী কে কোন আমেরিকানের উপর অহেতুক নজরদারী পরিচালান করবার নির্দেশ প্রদান করতে পারবে না, যদি না তা আইনসিদ্ধ হ্য়। এই অংশটির জণ্যই এই বিল কে বুশের সময়কার বহুল আলোচিত warrantless wiretapping আলাদা করে দেখা হচ্ছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।