কোরআন বিষয়ে এই তথ্যগুলো আমরা অনেকেই জানি আবার অনেকে জানি না অথবা জানলেও অনুশীলনের অভাবে মনে থাকে না। মুসলমানদের কাছে আল-কোরআন মহান আল্লাহর কাছ থেকে পাওয়া একটি মহামুল্যমান উপহার। তাই আমাদের এই মুল্যবান গ্রন্থটির খুঁটীনাটি সকল তথ্য জানা অবশ্যই দরকার।
১) পৃথিবীতে কোন পুস্তকটি বেশী পাঠ করা হয়?
উত্তরঃ আল-কোরআন
২) “কোরআন” শব্দটির অর্থ কি?
উত্তরঃ আরবি ব্যাকরণে “কোরআন” শব্দটি মাসদার তথা ক্রিয়াবাচক বিশেষ্য হিসেবে ব্যবহৃত হয়। এটি ‘ক্বারা'আ’ ক্রিয়া পদ থেকে এসেছে যার অর্থ পাঠ করা বা আবৃত্তি করা।
এই ক্রিয়াপদটিকেই কোরআন নামের মূল হিসেবে চিহ্নিত করা হয়।
৩) কোরআনের আর কি কি নাম আছে?
উত্তরঃ আল-ফুরকান, আল-কিতাব, আল-জিকির, আল-নুর, আল-হুদা।
৪) কোরআনে কতটি সুরা ও আয়াত আছে?
উত্তরঃ ১১৪ টি সুরা ও ৬৬৬৬ টি আয়াত আছে।
৫) কোরআনে কতটি মাক্কী (মক্কায় অবতীর্ন) সুরা আছে?
উত্তরঃ ৮৬ টি
৬) কোরআনে কতটি মাদনী (মদীনায় আবতীর্ন) সুরা আছে?
উত্তরঃ ২৮ টি
৭) কোরআনে কতটি মানজিল ( stages) আছে?
উত্তরঃ ৭ টি
মানজিল হচ্ছে কোরআনের প্রথম সূরা ফাতিহা ব্যাতীত অন্য সূরাগুলো নিয়ে করা একটি শ্রেনী। এতে ৭ টি মানজিলের মাধ্যমে সবগুলো সূরাকে একসাথে করা হয়েছে।
মানজিলগুলো হচ্ছেঃ
• মানজিল ১ = ৩ টি সূরা, যথা, ২ -- ৪
• মানজিল ২ = ৫ টি সূরা, যথা, ৫ -- ৯
• মানজিল ৩ = ৭ টি সূরা, যথা, ১০ -- ১৬
• মানজিল ৪ = ৯ টি সূরা, যথা, ১৭ -- ২৫
• মানজিল ৫ = ১১ টি সূরা, যথা, ২৬ -- ৩৬
• মানজিল ৬ = ১৩ টি সূরা, যথা, ৩৭ -- ৪৯
• মানজিল ৭ = ৬৫ টি সূরা, যথা, ৫০ -- ১১৪
৮) কোরআনে কতটি রুকু ( paragraph ) আছে?
উত্তরঃ ৫৪০ টি
৯) কোরআনে “আল্লাহ” শব্দটি কতবার রয়েছে?
উত্তরঃ ২৬৯৮ বার
১০) কোরআনের প্রথম হাফিজ কে ছিলেন?
উত্তরঃ হজরত মুহাম্মদ (সাঃ)
১১) মুহাম্মদ (সাঃ) এর মৃত্যুর আগ পযর্ন্ত কতজন কোরআনের হাফিজ ছিলেন?
উত্তরঃ ২২ জন
১২) কোরআন শরীফে কতটি সিজদা আছে?
উত্তরঃ ১৪ টি
১৩) কোরআনে কতবার নামাজের গুরত্ব উল্লেখ করা হয়েছে?
উত্তরঃ ৭০০ বার
১৪) কোরআনে কতবার যাকাতের গুরত্ব উল্লেখিত হয়েছে?
উত্তরঃ ১৫০ বার
১৫) কোরআনে কতবার মুহাম্মদ (সাঃ) কে “ইয়া আয়্যুহান নাবী”-বলে উল্লেখ করা হয়েছে?
উত্তরঃ ১১ বার
১৬) কোরআনে কোথায় নবীজি মুহাম্মাদ (সাঃ) কে “আহাম্মদ” বলা হয়েছে?
উত্তরঃ ২৮ পারার সুরা আছ-ছফ্ (৬১) এর ৬ নম্বর আয়াতে।
১৭) নবীজি মুহাম্মদ (সাঃ) কে কোরআন শরীফে কতবার উল্লেখ করা হয়েছে?
উত্তরঃ মুহাম্মদ নামে ৪ বার এবং আহাম্মদ নামে ১ বার।
১৮) কোন নবীর নাম কোরআনে সবচেয়ে বেশি উল্লেখিত হয়েছে?
উত্তরঃ হজরত মুসা (আঃ)
১৯) কারা কোরআনে খতিবে ওহী ( Copyists of the revelations ) ছিলেন?
উত্তরঃ হজরত আবু বকর (রাঃ), হজরত ওসমান (রাঃ), হজরত আলী (রাঃ), হজরত জায়ীদ বিন হারিদ (রাঃ) এবং হজরত আব্দুল্লাহ বিন মাসউদ (রাঃ)।
২০) কে কোরআনের আয়াতগুলো সর্বপ্রথম গনণা করেন?
উত্তরঃ হজরত আয়েশা (রাঃ)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।