আমাদের কথা খুঁজে নিন

   

যারা ওমর খৈয়ামের রুবাইয়াত পড়েছেন :

তার্কিক দুই প্রকার: সু-তার্কিক আর কু-তার্কিক...

যারা ওমর খৈয়ামের রুবাইয়াত পড়েছেন - তাদের দৃষ্টি আকর্ষন করছি: অনেক দিন আগে আমার এক বন্ধুর কাছ থেকে "রুবাইয়াত-ই-ওমর খৈয়াম" এনে পড়ে ছিলাম। অনেক রুবাইয়াত মনে দাগ কেটে আছে- আবার অনেকগুলোর শেষ লাইনটি মনে নাই কেউ সংযোজন করে দিলে কৃতজ্ঞ থাকব। ১. এ বেলা সখা পিয়ে নাও সুধা, ঘুমাবার কাল অনেক পাবে কবর গুহায় পঁচিবে যখন, বান্ধব সেথা কেহ না রবে ..... পরের লাইনটি কি হবে? ২. নগদ যা পাও হাত পেতে নাও, বাকীর খাতায় শুণ্য থাক দুরের বাদ্য লাভ কি শুনে, মাঝখানে যে বেজায় ফাঁক ..... পরের লাইনটি কি হবে? সম্পুর্ন রুবাইয়াতটি এই রকম হয়- যেমন: ১. এ চাঁদ কিরনে মধু লুটো আজ, কাল নিশীথের ভরসা কই চাঁদনীরা হাসিবে যুগ যুগ ধরে, আমরাতো সখি রবনা সই সব বুলি মিছা, শোনহে গোপনে, একটি বচন সত্য সার যে ফুল নিশিথে পড়িছে ঝড়িয়া- ফিরে না আসিবে আর ২. ঐ খানে তোর গোপন সফর সৃস্টি পথের সড়ক দিয়ে তোমার ব্যথা বিষন্নতায় ভোলান্তিনী হাত বুলিয়ে নাস্তি হতে আস্তি আনে, ঐ খানে তার স্বার্থকতা কিন্তু তিনি একাই থাকেন, ভুলে গিয়ে সকল ব্যথা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।