~ ভাষা হোক উন্মুক্ত ~
আজকে ১৭ই জুন, আমার আদিত্য সোনামনির জন্মদিন। ছয় বছর আগে এমনই একটা দিনে আদিত্য আমাদের ঘর আলোকিত করে দিয়ে জন্মেছিল। ডাক্তারের দেয়া সময়ের আগেই, বলা নেই - কওয়া নেই - সে এসে হাজির আমরা তখন সবে মাত্র ওকে বরণ করে নেবার আয়োজন করছি। কিন্তু তার আর তর সইলো না। ১৭ তারিখ সকাল ৭টার দিকেই সে ঝুপ করে উড়ে এসে পড়লো তার পাপার কোলে
বাবুকে নিয়ে লেখা আমার কখনই শেষ হবেনা।
ওর জন্মের সময়ের প্রতিটা দিনের কথা ব্লগে লেখা হয়ে গেছে এর মধ্যেই। ওকে নিয়ে লেখা ব্লগগুলো পাবেন এখানে
বাবুসোনা, তোকে মহাপুরুষ হতে বলবোনা। বলবো মানুষ হতে। মানুষের মত মানুষ হবি সোনামনি আমার। জীবনে তিনটা জিনিস মনে রাখবি ... কারও মনে কষ্ট দিবি না, নিজের ওপর আস্থা রাখবি আর ভালবাসবি সবকিছুকে।
দেখবি আল্লাহ তোকে ঠিকই তোর গন্তব্যে পৌছে দেবে।
পাপারে ... আজ সাড়ে পাঁচ বছর তোকে দেখিনা আমি। আমার বুকের মধ্যে যে কেমন করে সেটা কেবল আমি জানি। পাপা কতো ভালবাসে বুঝিস? আমার জানের টুকরা বাবু তুই। তুই একটু ব্যাথা পেলে আমি তার চাইতে বেশী ব্যাথা পাই।
তোর আনন্দেই আমার আনন্দ।
অনেক ভাল থাকিস সোনা আমার। পাপার আর সকলের অনেক অনেক দোয়া তোর মাথার ওপর।
শুভ জন্মদিন বাবুটা আমার ... শুভ জন্মদিন ...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।