সরওয়ার আজম মানিক, কক্সবাজার থেকে: কক্সবাজারের উখিয়া-টেকনাফ থেকে নির্বাচিত সরকারদলীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদি এবার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এর আগে ওই এমপির হাতে লাঞ্ছিত হয়েছিলেন একজন শিক্ষক ও একজন ব্যাংক কর্মকর্তা।
জানা যায়, গতকাল বিকালে কক্সবাজার টেকনাফ সড়কের কুতুপালং এলাকায় নির্মানাধীন একটি সেতু দেখতে যান আব্দুর রহমান বদি। এ সেতুটির বিকল্প সড়কটি ঢলের পানিতে ভেঙে গিয়ে টেকনাফের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এমপি সেতু দেখতে গিয়ে ঠিকাদার কোথায় জানতে চান।
কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল হালিম অভিযোগ করে জানান, ঠিকাদারের নাম বলার সঙ্গে সঙ্গে সংসদ সদস্য তাকে মারধর শুরু করেন। পরে সেখানে উপস্থিত অন্য লোকজনের হস্তক্ষেপে তিনি রেহাই পান। বিষয়টি তিনি উপর মহলকে জানিয়েছেন বলে জানান।
জেলা প্রশাসক গিয়াস উদ্দিন আহমদ জানান, বিষয়টি তিনি শুনেছেন। তিনি বিষয়টি সমধানের চেষ্টা করছেন বলে জানান।
এ ব্যাপারে কথা বলার জন্য আব্দুর রহমান বদিও মুঠো ফোনে একাধিকবার চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।