আমাদের কথা খুঁজে নিন

   

মিঠু'স প্যাঁচাল!!!!!!!!!!!

বাংলা আমার...................

(১) তোমার বাড়ী আমার বাড়ী মাঝখানে তারখাম্বা যখন'ই যাই গোয়াল ঘরে গরু ডাকে হাম্বা। (২) তোমার সাথে আমার পিরিত নদীর সাথে মাছের গাছের সাথে লতার পিরিত গরুর সাথে ঘাসের। (৩) ব্যালকনিতে থাকি চেয়ে তোমায় খুঁজি সারাদিন সায়া-ব্লাউজ শুকাও সেথায় দেখতে কেমন লাগে ঘিন। (৪) আমি থাকি যাত্রাবাড়ী তোমার বাড়ী গুলশান আসতে-যেতে খরচ অনেক পকেট'টা তাই সুনশান। (৫) হৃদয় জমিন থাকে বিরান আবাদের মানুষ নাই বিরান জমিনে ফলাবো ফসল যদি তোমাকে পাই (৬) প্রতি দিন-ই বিকেল বেলায় ছাঁদে দোলনায় দোলো দয়া করে এবার তোমার মনের দরজা খোলো।

(৭) লোকে বলে প্রেম নাকি অনুরাগের আয়না বিয়ে'র পরে বউ'টা আমার চায় শাড়ী গয়না। (৮) ছোট ছোট হাসি-কান্না ছোটো ছোটো দুঃখ তাদের সাথেই এখন আমার হয়ে গেছে সখ্য। (৯) স্ফটিক ঐ স্বচ্ছ জলে'র নিচে নুরী পাথর মহাসুখে আছো বন্ধু দুঃখে আমি কাতর। (১০) যাকে খুঁজি দিন-রাত্রী শয়নে ও স্বপনে দিলো ফাঁকি আমাকে সে অগোচরে গোপনে । ।

-------------------------------- ------------------- ----------- স্বপ্নবাজ মতিউর রহমান মিঠু যাত্রাবাড়ী,ঢাকা তারিখ ভুলে গেছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।