আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের বীর যোদ্ধা নিলআকাশেরদুঃখ এর জীবন যুদ্ধে কেউ কি পথপ্রদর্শক হতে পারি না ???

সব হৃদয়ের গল্প বলি, রংধনুটাকে রং করি, নির্ঘুম চোখের কথা নিয়ে বৃষ্টির মত ঝরে পড়ি

নিলআকাশেরদুঃখ এই নিকটি আশা রাখি এই ব্লগের বেশির ভাগ ব্লগার-ই চিনেন। যে কিনা পৃথিবীর শেষ্ঠ সম্পদ "মা" কে বাঁচাতে নিজের শরীর থেকে কিডনী দিতে কুন্ঠাবোধ করেনি এবং সফলভাবে তার "মা" কে আল্লাহর ইচ্ছায় মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নিয়ে এসেছে। অনুগ্রহপূর্বক এই পোষ্টটি সবাই একবার হলেও পড়ুন। তার এই প্রচেষ্টায় সাথী হয়েছিল এই ব্লগ সাইটের ব্লগাররা। কিন্তু বতমানে নিলআকাশেরদুঃখ তার জীবন যুদ্ধে কিছু বাধার কারণে মায়ের চিকিৎসায় ভাটা পড়ছে। সে আপনাদের নিকট কিছু বিষয়ে সাহায্য কামনা করে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।