ট্রুথ নট সেইড টুডে, কুড টার্ন টু আ লাই টুমোরো
ফেইসবুকের ফুটবল উন্মাদনায় কাপিচ্ছে। মনে হৈতেছে যেকুনু সময় টুইটারের মত ফেইসবুকও অভারলোডেড হৈতারে। আর্জেন্টিনা ব্রাজিল কাটাকুটি খেলায় নানা কমেন্টের মাঝে উল্লেখযোগ্য স্টাটাস ও টুইট গুলান (যেগুলার নিচে কমেন্টের বন্যা ও রক্তারক্তি হৈ গেছে) ধারন করার জৈন্য এই পোষ্ট। এইটারে সংরক্ষনকামী স্ট্যাটাস পোষ্ট। প্রতিদিনের গরমাগরম স্ট্যাটাস ও টুইটস এখানে আপডেট করোনের আশা রাখি।
আপ্নারাও শেয়ার কর্তে পারেন।
১। ওরে ভিসি তুই কোন দল/ চল গিয়া দেখি ফুটবল
২। পাদুকা-গোলক লৈ বেহুদা বাহাসে কাম নাই/ ১মাস পরে দেখবা ব্রাজিল ছাড়া আর কারো নাম নাই!
৩। মালেশিয়ান ন্যাশনাল টিভিতে খেলা না দ্যাখায়া ভূতের নাটক দ্যাখাইতেছে।
এই জাতিরে কানে ধৈরা ১০ মিনিট রৈদে খাড়া করায়া রাখা উচিত।
৪। গোলের বন্যায় ভেসে যাবে পথ ঘাট/ অরে তোরা ব্রাজিলের জন্য রেডি থাক!
৫। বাফানা বাফান...বিশ্বকাপ কাপানাআআ!
৬। জয় ব্রাজিল, জয় দুঙ্গা, বাংলাদেশ দীর্ঘজীবি হোক।
সৌজন্যে সাব্বির বিন তাহের
৭। জয় ব্রা, জয় জিল, জয় পুঙ্গা, সরি দুঙ্গা। সৌজন্যে রেজাউল করিম রানা
৮। 'দুঙ্গা' কো কাপ লে নে নেহি যা নে 'দুঙ্গা'!! সৌজন্যে কায়েস ভাই
আরো কিছুঃ
৯। বিশ্বকাপ ফাইনালঃ একদিকে শাকিরা, অন্য দিকে বাকিরা!
১০।
উরুগুয়ে-জার্মানির দূর্দান্ত ম্যাচের পর ফাইনালে "১কোটি পাস=১গোলের"খেলা দেখার জরুরত দেখি না
১১। ভেড়ামারা দুইদলের 'কষা' ফাইনাল দেখার চেয়ে, জার্মানি-উরুগুয়ের এন্টারটেইনিং খেলা দেখা ভাল!
১২. ATNবাংলা যদি মূসা ইব্রাহীমরে স্পন্সর কর্ত তাইলে পেপারে খবর আসত "বাংলাদেশী তরূনের 'ইভা'রেস্ট জয়"!
১৩. হুনলাম আইজকা নাকি শেমি-ফাইনাল! ৬ জুলাই
১৪। to Argentina supporters: "Take is easy man....it happens every 4 year."
১৫. Firoz Ahmed, a doctor at the Dhaka hospital, said a large number of fans took an excess amount of sleeping pills as they "could not digest the loss" (nice choice of words, Doc).
১৬. দুঙ্গা আর মেরাডোনা দুই জনই চাকরি হারাত যাছে। আবাহনি আর মহামেডান এর উচিত এই সুজোগ কাজে লাগানো। বলেছেন Md. Shahidul Islam
১৭।
হায়! আমি এখন সাপোর্ট করব কাকে!- আর্জেন্টিনা ও ব্রাজিল হারার পরে
১৮. ব্রেকিং নিউজঃ ফেইসবুকের দখল আর্জেন্টীনার সাপোর্টাররা ২৪ ঘন্টাও রাখতে পারলো না...আবারো ব্রাজিল সাপোর্টাদের দখলে ফেইসবুক। যেনঃ চর দখল
১৯. NEDz played with 12man....bcz MELO joined them in 2nd half...and did his job!- ব্রাজিল হারার পরে
২০. হোন্ডার গিয়ার পাল্টাইতে হৈব!--জাপান হারার পরে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।