আমাদের কথা খুঁজে নিন

   

১০০ বার কান ধরে উঠবস এবং নাকে খত

আপনার সন্তানকে সুশিক্ষা দিন

তারপরও যদি শিক্ষা হয়। । । । ।

। ইভটিজিংয়ের অপরাধে গতকাল সকালে কালিয়াকৈর থানা পুলিশ এক বখাটে যুবককে কালিয়াকৈর ডিগ্রি কলেজ মাঠে ১০০ বার কান ধরে উঠবস এবং নাকে খত দিয়ে শাস্তি দিয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে বলিয়াদী গ্রামের গণেশ চন্দ্র সাহার ছেলে রিপন চন্দ্র সাহা কালিয়াকৈর ডিগ্রি কলেজের কয়েকজন ছাত্রীকে বাড়ি যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করতো। বিষয়টি কালিয়াকৈর থানা পুলিশকে অবহিত করলে ওই দিন রাতেই পুলিশ ওই বখাটে রিপনকে ওই কলেজের মাঠ থেকে আটক করে থানায় নিয়ে আসে। পরদিন সকাল ১০টার দিকে বখাটে রিপনকে কালিয়াকৈর ডিগ্রি কলেজ মাঠে নিয়ে কয়েক শ’ ছাত্রছাত্রী ও তার বাবা-মায়ের সামনে ১০০ বার কান ধরে উঠবস করায় এবং নাকে খত দেয়া ও জুতাপেটা করা হয়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।