পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/
১) বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাকি উঠে পরে লেগেছে সৌরভকে টাইগারদের ব্যাটিং পরামর্শদাতা করবে বলে। বারবার অনুরোধেও সৌরভ এখনো হ্যাঁ বলেননি। কিন্তু একেবারে ফিরিয়েও দেননি। বাংলাদেশ তাঁর কাছে খুবই আবেগপ্রবণ একটা জায়গা।
ক্রিকেট জিবনে বারবার ভক্তদের সর্বোচ্যসম্মান এবং ভালবাসা নিয়ে তাঁর সামনে হাজির হয়েছে বাংলাদেশ। যার জন্য মুখের উপর সরাসরি 'না' করে দেয়াও কঠিন সৌরভের পক্ষে।
তা বাংলাদেশ ক্রিকাট কর্তারা চেয়েছিলেন এশিয়া কাপের আগেই তাঁর হাতে আশরাফুলদের ব্যাটিং পরামর্শের দায়িত্ত তুলে দিতে। সৌরভ আপাতত সেটা ঠেকিয়ে রেখেছেন নানা কাজে ব্যাস্ত আছেন বলে।
যদি তিনি রাজি হয়েই যেতেন তাহলে আজকের এই ম্যাচটাকে ঘিরে কী সাংঘাতিক প্রেক্ষাপটই না তৈরি হত? একদিকে ভারতের সবচেয়ে সফল অধিনায়ক প্রতিপক্ষের ব্যাটিং পরামর্শ দাতাঁ অপর দিকে চাপে থাকা তাঁর উত্তরসূরি।
--------------------------------------
২) ডাচ সুন্দরীদের নিয়ে বিপাকে ফিফা।
বিস্তারিতঃ http://www.anandabazar.com/16khela7.htm
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।