আমাদের কথা খুঁজে নিন

   

পথ যাত্রা

যত বড় হোক ইন্দ্রধনু সে সুদূর আকাশে আকাঁ, আমি ভালোবাসি মোর ধরনীরে মহা। :D

ব্লগ এ কমেন্ট করার জন্য আমার সামুতে আসা, স্বপ্নজয় ভাইয়ার আদিত্যকে নিয়ে লিখা ব্লগ। কেন জানি আদিত্যকে নিয়ে লিখা সব ব্লগই আমাকে টানে। কোথায় জানি মিল খুজে পাই। সেইরকমই একদিন ব্লগে কমেন্ট করতে রেজিস্ট্রেশন করে ফেললাম।

কিন্তু যা চাওয়া তা পাওয়া কি আর এত সহজ। রেজিস্ট্রেশনের পর পরই ব্লগ কর্তৃপক্ষ থেকে নোটিশ পেলাম “আপনাকে ৭ দিন পর্যবেক্ষনে রাখা হবে” এবং পর্যবেক্ষনের আমি যদি আমি উপযুক্ত বিবেচিত হই তবেই প্রথম পাতায় প্রবেশাধিকার পাব ও ব্লগের অন্যান্য সুযোগ সুবিধা পাব। এর আগে আমি কোন কমেন্টও করতে পারব না আর পর্যবেক্ষনের সময় তারা সুন্দর লিখা চায়, তাই আমার স্বল্প ভাষা নিয়েই লিখে ফেললাম একটা ব্লগ । তারপর পার হয়ে গেল আর কিছু দিন। নোটিশ পেলাম যে আমাকে ওয়াচে রাখা হয়েছে যে সময় আমি অন্য ব্লগে কমেন্ট করতে পারব কিন্তু আমার লিখা প্রথম পাতায় আসবে না।

তারপরেও খুশিতে খুশিতে লিখে ফেললাম আরও একটা ব্লগ। এরপর জেনারেল এ গেলাম। একটি ব্লগে এত কমেন্ট পাব আশা করিনাই। । তাই এত কমেন্ট দেখে মনটাই ভাল হয়ে গিয়েছিল।

এইরি মাঝে কখন এসে কিছু কিছু ব্লগে কমেন্ট করি আর দেখে যাই আমার মডারেশন স্ট্যাটাসটা কি আছে। । এখন আমি নিরাপদ ব্লগার, প্রথম পাতায়ও লিখা আসবে। নিরাপদ হবার পর এটি আমার প্রথম ব্লগ যা প্রথম পাতায় প্রকাশ পাবে। তাই লিখতে একটু ভয় লাগছিল ।

সব কিছুর জন্য সামু কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আর সবাইকে। সকল ব্লগার আপু ভাইয়াদের সহযোগিতা কামনা করছি যেন ব্লগে সফল ভাবে থাকতে পারি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।