আমাদের কথা খুঁজে নিন

   

আজ ১৫ই জুন।। একাত্তরের সেই ভয়াবহ স্মৃতি নোয়াখালী সোনাপুরের তিন গ্রামের মানুষ আজো ভোলেনি



আজ ১৫ই জুন । একাত্তরের এদিন পাক হানাদার বাহিনী নোয়াখালী সদর উপজেলা সোনাপুর, শ্রীপুর ও মহব্বতপুরে নির্বিচার হত্যা, ধর্ষণ বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটতরাজ চালায়। এদিন দুপুর ২টার দিকে পরিশ্রান্ত মানুষ যখন দুপুরের খাওয়া খেয়ে বিশ্রাম নিচ্ছিল ঠিক তখনই পাক হায়নাদের গুলির শব্দে পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। আতংকিত লোকজন বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে শুরু করে। ততক্ষনে পুরো এলাকা হায়নারা ঘিরে ফেলে।

কিছুদিন আগে এ এলাকার মুক্তিকামী মানুষ বৃহত্তর নোয়াখালী মুজিব বাহিনী (বিএলএফ) প্রধান মাহমুদুর রহমান বেলায়েতের নেতৃত্বে জেলার সরকারি অস্ত্রাগার লুট করে সোনাপুর দিয়ে পূর্বাঞ্চলে নিয়ে যাওয়ার জের হিসেবে পাকিস্তানি সেনারা এ হত্যাযজ্ঞ চালায়। তারা প্রথমে আহমদিয়া হাইস্কুলের সামনে আলী হোসেনকে গুলি করে হত্যা করে। এরপর স্কুলের পিছনে তার বাড়িতে গিয়ে তার ভাই আলী করিম, আলী হায়দার ও এক অতিথিকে গুলি করে হত্যা করে। তারা বিভিন্ন বাড়িতে আগুন লাগিয়ে দেয় ও লুটতরাজ করে। এরপর দক্ষিন সোনাপুরে হোমিও ডাক্তার আবু ফররার দোকানে এক মা তার ২ মাসের অসুস্থ শিশু কন্যাকে গুলিতে হত্যা করে।

হানাদারদের এ তান্ডবলীলায় ২৫ মিনিট পর্যন্ত স্থায়ী ছিল। এ তান্ডবে বহু সংখ্যক বাড়িঘর ও অনেক মানষ পুড়ে ছাই হয়ে যায় এবং তারেদ পাশবিক লালশার শিকার হন অনেক মা-বোন। এ হত্যাযজ্ঞে ১১৮ জন মুক্তিকামী মানুষ শহীদ হন। এদিনের স্মরনে মসজিদ, গির্জা ও মন্দিরে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়। এছাড়া শহীদদের পরিবার তাদের স্বজনদের জন্য অনুষ্ঠানাদি পালন করে এবং নোয়াখালী জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড বিশেষ আলোচনা সভা ওমিলাদ মাহফিলের আয়োজন করবে।

এ দিনটিকে স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য নোয়াখালী পৌরসভার সাবেক চেয়ারম্যান বিশিষ্ট মুক্তিযোদ্ধা রবিউল হোসেন কচি পৌরসভার অর্থায়নে একটি স্মৃতি সৌধ নিম্র্ান করেন যা তিনি নোয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি ও তৎকালীন বৃহত্তর নোয়াখালীর বিএলএফ প্রধান মাহমুদুর রহামন বেলায়েতকে দিয়ে উদ্বোধন করান। http://www.youtube.com/watch?v=ZysuJGyWbos

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।