আর হয় না...
আজকাল খুব একটা অস্থির সময় কাটে তনুর।গত কাল রাতেও হঠাত ঘুম থেকে জেগে ওঠে,মাথার মধ্য ভাগ থেকে একটু বাম দিকে প্রচন্ড ব্যথা অনুভূত হয়।আর ১ টা সমস্যা হয়, কানের মধে সবসময় একটা কবিটা বার বার উচ্চারিত হতে থাকে। ওটা তিলত্তমার লেখা প্রথম এবং শেষ কবিতা(অঝর শূন্যতা)। তনুর পড়ার টেবিলে টেবিল-ক্লথের নিচে একটি হলুদ কাগজে তিলত্তমার লেখা সেই কবিতাটি এখনো রেখে দিয়েছে।
অঝর শূন্যতা
ডেইট:০১/৪/২০০৭ টাইম: ১২.৩০ মিনিট
ঘোলাটে চোখে পাহাড় দেখছি
অদ্ভূত নীল রঙের পাহাড় ,
নিক্ষিপ্ত রাত্রির বিবস্ত্র অন্ধকার
আর হলুদ বাতির নিচে জমজমাট
সস্তা পৃথিবীকে ।
সাময়িক কষ্টের প্রাচূর্য ঠেলে জন্ম নেয়
প্রতিবন্ধী পথিক ; খুজে পায়
বিকলাঙ্গ সভ্যতার সর্ব শেষ নিদর্শণ
যেখানে হা করে আছে অঝর শূন্যতা ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।