আমাদের কথা খুঁজে নিন

   

ফলোআপ-১

বাংলা আমার...................

প্রতি দিন'ই সকাল বেলা সংবাদ পত্র খুলে হরেক রকম খবর পড়ে শঙ্কায় মোন দোলে। পড়ি সংবাদ পত্রিকাতে উনিশ টুকরো লাশ যৌতুক চেয়ে বউয়ের গলায় পরায় স্বামী ফাঁস। প্রেম প্রত্যাখাত যুবক মারে এসিড মেয়ে'র মুখে স্বদেশ মন্ত্রী বিবৃতি দেয় আছেন সবাই সুখে। বক্স আইটেম-এ চোখ পরে যায় লজ্জায় মরি হায়! তিনশ ত্রিশ জন-নেতা! (টেলি) ফোনও ফ্রী চায়। শুল্ক মুক্ত এসি গাড়ী প্রসাদ সম বাড়ী জনগনের পকেট কেটে জমায় টাকার কাড়ি।

ভেতর পাতায় হেডিং দেখে আৎকে উঠি আবার দেশ-জনতার প্রিয় নেতা সন্ত্রাসীদে'র খাবার। সব সন্ত্রাসী নাকে'র ডগায় নিরীহ লোক জেলে টপ-টেরোরিষ্ট আঙুল চুষে বইসা নেতার কোলে। অপহরন বানিজ্য আজ চলছে নাকি দারুন আম-জনতার কপাল'টা আর হবে কতো করুন? পৃষ্ঠা উল্টে শেষে'র পাতায় দেশ নেতা'র এক ভাষন অমুক নেতা-তমুক দলে নিছে নতুন আসন। হিংস্র এতো খবর পড়ে মনে মনে'ই বলি নিঃস্ব আমার দেশ মাতা'কে কে দিবে ফুলকলি? তবুও আবার স্বপ্ন দেখি মনে'র ভেতর আশা অসুখী এই জননী মোর পাবে'ই ভালোবাসা। ।

------------------------------------------ -------------------------- --------------- স্বপ্নবাজ মতিউর রহমান মিঠু যাত্রাবাড়ী,ঢাকা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।