কবর
কবর তোমায় ডাকে ও ভাই শুনতে তুমি পাওনা।
মরন কথা স্মরণ করো দ্বীনের পথে হও রওয়ানা।
ছাড়তে হবে সকল কার্য
মৃত্যু ও ভাই অণিবার্য।
একটু দাড়াও______ ভেবে দেখো,
মৃত্যু এলে পালাবার পথ রবে না।
আপন সবাই পর হইবে
রঙিন জামা খুলে নিবে
সাদা কাপন পরিয়ে দিবে রবে না মকমলের বিছানা।
।
চাটাই দিয়ে ছাউনি দিবে
বাঁশের কয়েক টুকরা পাবে
অবশেষে মাটির উপর হবে বিছানা।
সারা অঙ্গ পঁচে যাবে কিরায় খাবে দেহ,
অন্ধকার ওই ঘরের খবর নিবে না আর কেহ।
সময় থাকতে হুশিয়ার মন আর বসে থেকো না। ।
২৩/০৮/২০১৩
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।