http://www.facebook.com/ruman125
আমাদের টিভি চ্যানেলগুলোর সব চেয়ে জনপ্রিয় অনুষ্ঠান হল সংবাদ বা খবর। আর এই সুযোগ কপাল খুলে দিয়েছে টিভি চ্যানেলগুলোর। সংবাদের আগে, পরে ও মধ্যে বিজ্ঞাপন বিরতি থাকা স্বাভাবিক। এটার আগে থেকেই প্রচলন ছিল। কিন্তু এখন বিজ্ঞাপন সংবাদের ভিতর এমন ভাবে ঢুকে গেছে যা আমার মনে হয় সাবাই কেই বিরক্ত করে।
আগে সংবাদ ছিল শিরোনাম, বিস্তারিত, খেলার খবর, আবহাওয়া এ পর্যন্তই। কিন্তু এখন ব্যবসায়িক স্বার্থে আরো অনেক বিভাগ খোলা হয়েছে যা আমাদের সবার জানা (নাম আর উল্যেখ করে লেখা বড় করলাম না)। একটু পর পর সংবাদ পাঠক-পাঠীকারা বলে এবার --- সংবাদ পরিবেশিত হচ্ছে --- এর সৌজন্যে। এর সাথে তো আছেই লম্বা বিজ্ঞাপন বিরতি যেন শুরু হলে শেষ হতেই চায় না।
আমি বুঝতে পারছি না যে আমরা বিজ্ঞাপনের সৌজন্যে খবর না খবরের সৌজন্যে বিজ্ঞাপন দেখি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।