সত্য যিনি সৃষ্টি করেছেন... আমার জন্য তিনিই যথেষ্ট ! বাকশালের উদ্দেশ্য নিয়ে বিতর্ক নেই, বাকশাল পদ্ধতিটি নিয়ে বিতর্ক আছে। সভা সমাবেশ নিষিদ্ধ করা নিয়ে যে নির্দেশনা স্বরাস্ট্রমন্ত্রনালয় থেকে দেয়া হয়েছে তার সাথে এর মিল খুজে পাই। বলা হচ্ছে মানুষের নিরাপত্তার কথা - উদ্দেশ্য ভাল, পদ্ধতিটি নির্দোষ নয় ! আওয়ামীলীগের অনেক বন্ধুই এই নির্দেশনার ব্যপারে মন্তব্য করেন না। সমর্থন করেন কিনা জানিনা। এভাবে সভা সমাবেশের উপর নিয়ন্ত্রন আরোপের মধ্য দিয়ে একটি ভাল উদ্দ্যেশ্য বাস্তবায়ন করতে গিয়ে সরকার আর একটি উপাধি পেল। ড. মইন খান বলেছেন, বাকশাল কায়েম হচ্ছে। প্রচলিত আইন কি এতই পঙ্গু হয়ে গিয়েছে যে তা দ্বারা আর সমাজের আইন শৃংখলার নিয়ন্ত্রন রাখা যায়না ? তাই প্রশ্ন জাগে, সংলাপের আবহে এহেন সিদ্ধান্ত কি এতই জরুরী ছিল?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।