আপনার সন্তানকে সুশিক্ষা দিন
পুরুষের হাতে অনেক নারী নির্যাতন, খুন হয়েছে। এবার তার উল্টোটা ঘটল। নিচের নিউজটা কি নারী জাগরনের নাকি নারী বিদ্রোহের?
...........
রাজধানীর সবুজবাগের মানিকনগরে স্ত্রীর হাতে স্বামী খুন হয়েছেন।
রোববার সকালে মানিকনগরের কুমিল্লাপট্টিতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঝগড়া-ঝাটির একপর্যায়ে রান্নার বটি দিয়ে স্বামী হাসান আলীকে (৪২) আঘাত করে মনোয়ারা বেগম (৩৫)।
আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে হাসান মারা যান।
সবুজবাগ থানার ওসি মোঃ আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সংসারের খরচ ঠিকমতো দিতে না পারায় প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। দাম্পত্য কলহের এক পর্যায়ে রাগের মাথায় স্বামীকে বটি দিয়ে আঘাত করার কথা স্বীকার করেছেন মনোয়ারা। "
ওসি জানান, ১০ মাস আগে উভয়ে বিয়ে করেন। মাসখানেক আগে তারা কুমিল্লাপট্টির এই বাসাটি তারা ভাড়া নেয়।
উভয়েরই এটি দ্বিতীয় বিয়ে।
এ ঘটনায় মনোয়ারা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।
থানা হাজতে মনোয়ারা সাংবাদিকদের জানান, ঠিকমদো খাওয়া-পড়া দিতে না পারায় মাঝে মধ্যেই তাদের মধ্যে ঝগড়া হতো। তাকে মারধর করত হাসান। রোববার তাকে গালাগালি করলে রাগের মাথায় বটি দিয়ে হাসানকে কোপান তিনি।
পুলিশ এলে তিনি নিজেই আত্মসমপর্ন করেছেন।
ঘটনাস্থল থেকে বটিটি উদ্ধার করেছে পুলিশ।
রোববার বিকালে সবুজবাগ থানার উপপরিদর্শক মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সন্ধ্যা পর্যন্ত হাসানের কোন আত্মীয়স্বজন অভিযোগ নিয়ে থানায় আসেননি। রাতেও না এলে পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করবে। "
সূত্র: বিডি নিউজ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।