আমি একজন অলস মানুষ...
বিশ্বকাপ শুরুই হইলো না আর ২-৩টা দল কাপ লইয়া টানাটানি শুরু করল। খালি চুপচাপ দেইখ্যা গেলাম, শুইন্যা গেলাম, পইড়া গেলাম। খেলা তো হইব মাঠে, কাগজে কলমে আর ছাদের লগিতে লটকান পতাকা দিয়া না। বিশ্বকাপের বল মাঠে গড়াইলো। আকাশী সাদা জার্সিওয়ালারা নামছিলো দুনিয়ার সেরা অ্যাটাক লইয়া, মাগার তাগো দলের গোল হইলো মোটে একখান, তাও দিলো কে? - তাগো দলের সেন্টার ব্যাক।
যদিও মেসিরে ভালা পাই, তারপরও বাকী খেলোয়ারগুলান মনে হয় মাঠে চইড়া ঘাস খাইতে নামছিলো! তারপর আইলো কাগুজে ডাইনোসর ব্রিটিশ, হেগো গোলকিপার হাতে মাখন লাগাইয়া নামছিলো, কিমুন কইরা বলডা পিছলাই গোলে ঢুকলো!! দেইখ্যা চোখ কচলাইছিলাম যে দেশ ফুটবলরে কই সকার তাগো হারাইতে পারল না ফুটবলের আব্বাজানরা, তারা জিতবে বিশ্বকাপ!?!? অবশ্যি তারা ৬৬এর পর থাইক্যা প্রতি বিশ্বকাপই জিততেছে।
আইজ খেলতে নামল জার্মানি, বিশ্বকাপ জিতব কিনা জানিনা। তয় এতটুকুন গ্যারান্টি তারা ইতিহাস থেইক্যা দিসে যে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত তাগো খেলা দেখবার পামু। কি খেলা দিলো তারা!! দলে না আছে কুনো স্টার, স্ট্রাইকার দুজন আছে চরম বাজে ফর্মে, ক্লাব দলেই জায়গা পায়না। আর সব চ্যাংড়া খেলোয়াড়।
কিন্তু খেলাটা দিলো কি!?!? ১খান না ২খান না এক্কেবারে ১হালি!! এমুন খেলা দেইখ্যা পরাণ ঠান্ডা হইয়া যাই।
দেখা যাক আরও ১টা পূর্বঘোষিত চ্যাম্পিয়ন দলের প্রথম খেলা দেখন বাকি। তাগো প্রতিপক্ষ মনে হয় অস্ট্রেলিয়া থেইক্যা কমজোড়ি। উত্তর কোরিয়ারে কেউ চিনেন নাকি ভাই? দেখি পেন্টাওয়ালারা তাগো কয়টা গোল দিবার পারে।
শ্যাষে একটু গলাবাজি কইরা লই।
যদি সবকিছু ভালো চলে আর জার্মানি এইরকমই খেলবার পারে তাইলে কোয়ার্টার ফাইনালে আকাশী সাদারে দেইখ্যা নিমু(আশা করতেছি আকাশী সাদারা ২য় রাউন্ড পার করবার পারব)!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।