সবকিছু অন্ধকার হতে শুরু , অন্ধকারেই শেষ...
প্রথমেই বলে নেই, জার্মানী ১০ টা ষাঁড়ের বিরুদ্ধে খেলতে নামসিলো, যা খেলেছে, তাতেই আমি খুশি, খারাপ খেলেও যা ভালো খেলেও টা.... ফলাফল
জার্মানী ৪ : ০ অষ্ট্রেলিয়ান ষাঁড়
দ্বিতীয়ার্ধের খেলা -
রক্ষনভাগ ১২/১০ (!)
লক্ষ্যেভেদ ৫/১০
বলের অধিকার ৯/১০
পরিচ্ছন্ন খেলা ১০/১০
ট্যাকটিস ১০/১০
এই হলো আমার বিবেচনায়, তবে অষ্ট্রেলিয়ান ষাঁড় গুলানের বিরুদ্ধে যে ৪ গোল পাইসে, এইই আমার বিবেচনায় যথেষ্ট!
মুলারের আর কি প্রশংসা করুম???চরম..........
খেলা শুরু হবার আগে একজন মহা আরজিতিনার সিলিং ফ্যান আমারে কইলো যান্ত্রিক খেলা দেখে আসলেই কি কোন মজা পাওয়া যায়?! তারে কই, ভাই আপনার দলের মত মরা খেলা আমরা খেলি না, আপনার দল এখন একজন মাদকসেবীর হাতে (!) সময় থাকতে পথ দেখেন, ডোপ টেস্ট হলে যে কে কৈ যাইবো খবর আছে??
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।