আর বইলেন না এদের কথা 6 জন ট্রানজিট ভিসা চাইছিলাম দিছে মাত্র 1 জনকে । 400 টাকা ভিসা ফি নিয়ে বলে কোন কারন ছাড়াই বাতিল । আমার ব্যাংক স্টেটমেন্ট হারিয়ে ফেলে বলে আপনি জমা দেন নাই । আমার মনে হয় এখানে ভারতীয় কর্মীদের কিছু করার নেই যা করার দেশী ঘুষখোর পোলাদের/ কর্মীদের কারসাজি । এরা নিজেদের মধ্যে স্বার্থ নিয়ে হিংসার কারনে অনেকের ভিসা ইচ্ছা করেই দেয় না বা বাতিল করে দেয়।
এর কারন হিসেবে বিভিন্ন এজেন্টের কর্মী সমর্থকদের বলা যায় যারা ওখানে কাজ করে। দেশের স্বার্থপর কর্মীগুলো এটা বুঝে না যে তাদের নিজেদের হিংসার কারনে দেশী মানুষগুলো চরম ভোগান্তির শিকার হচ্ছে । অনেক ভিসা ফি চলে যাচ্ছে ভারতে শুধুমাত্র আমাদের হিংসা ও লোভের কারনে । এখান থেকে আগে নাকি প্রচুর টাকা উপরি আয় করতে পারত কর্মীরা, গাড়ি বাড়ির মালিক হয়ে যেত । এখন নাকি একটু কমছে এর পরিমান ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।