আমাদের কথা খুঁজে নিন

   

বড় কষ্টে আছি বড় কষ্টে আছি

সকাল আর আসেনা গোলাপ হয়ে ফোটেনা কিশোরীর হাতে

জলের অভাবে পিপাসায় আমি যখন ফেটে চৌচির হয়ে যাচ্ছিলাম তখন এক মানবী মৌসুমী আমারে দিয়েছিল এক জলাধারের সন্ধান আমি মরুভূমির উটের মত ঘাড় কুঁজো হয়ে নিজেকে বগলদাবা করে নিয়ে গেছি সমুদ্রের কাছে সে এক নপুংসক সময়ে। আমার তৃষ্ণা মেটেনি। পদ্মাসনে বসে বালুকায় আমি প্রার্থনা করেছি-হে সমুদ্র! তুমি জ্বলে ওঠো ঝড়ো গর্জনে আমার আগুন আগুন ঢেউ চাই বাতাস সাইসাই তোমার সাতে আমার জ্বালার হিসাব মিটাই সে এক নপুংসক সময়ে । আমার তৃষ্ণা মেটেনি। অথচ অনেক পিপাসার্ত আমি আমার অনেক ঝড় জল ঢেউ চাই তাড়নায় আমি আকাশ খাই বাতাস খাই। আমি তবে কার কাছে যাব? কার আছে এত জল? বেশ্যা সভ্যতার অসভ্য মানুষ? থু... জানালা খুলে দিয়ে তরল ছিটাই। বড় কষ্টে আছি বড় কষ্টে আছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।