ছন্নছাড়া বাঁধনহারা দস্যি একটা ছেলে ,, দিবানিশি ক্যামেরা চালায় আহার নিদ্রা ফেলে :) :)
এই লোকটাকে দেখুন..... কি অমায়িক হাসি মাখা মুখে বিশ্বকাপটি হাতে করে আনন্দ করছেন.. তিনি জীবনে বহুবার হেরেছেন ,,,, জেলে কাটিয়েছেন জীবনের ৩০টা বসন্ত.. তবুও আসল জিত হয়েছে তারই.. আর তাইতো পৃথিবীর অন্ধকারাচ্ছন্ন মহাদেশে এমন একটি আয়োজন ..
যারা তাদের বন্যতা কে বর্বরতাকে দুরে সরিয়ে আনন্দে উন্মাদনায় মেতে উঠেছে,,,,
আর আমরা বাংলাদেশে বসে এই বিশ্বকাপ কে কেন্দ্র করে মারামারি, ঝগড়াঝাঁটি, পতাকা পুড়ানো ও আরও নান রকম ফেসাদে জড়িয়ে পড়ছি..... এই তর্ক-বিতর্কের অন্তরালে নষ্ট করছে তারা অনেক দিনের বন্ধুত্ব..।
আসুন আমরা এই সময়টা সবাই মিলে-মিশে সুন্দর ভাবে উপভোগ করি..
আপনাদের জন্য নিচের লেখাটি উৎসর্গ করলাম...
সবাই কেন জিততে চায়..
এই দুনিয়ার পরে..
কেন যে তারা বোঝে না হায়..
কেউ না কেউ তো হারে..
সবাই যদি জিতবো তবে..
হারটা হবে কার..
আমাদের এই মানুষিকতার..
পরিবর্তন দরকার..
জিতছ যে জন বেজাই খুশি..
ভাবছ হয়তো হারবে না..
একটা কথা মনে রেখো..
মরণ তোমায় ছাড়বে না..
আজ যারা জিতছ ও ভাই..
কালকে যখন হারবে..
তখন তোমার লজ্জাটা কে..
কোন কাপড়ে ঢাকবে..
হারতে হারতে যখন কেউ..
শেষ দানেতে জিতবে ..
তার আনন্দ পরবে না ভাই..
কোন শেকলে বাঁধতে..
জিততে হলে হারও আগে..
গুণী জনে কয় ..
জিততে গিয়ে হচ্ছে সবার..
মনুষ্যত্বের ক্ষয়..
অনেকেই আজ জেতার জন্য..
হচ্ছে অনেক নিচু ..
হারার পরেও কিছু মানুষের..
মাথাটা থাকে উচু ..।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।