আমাদের কথা খুঁজে নিন

   

আপন ভাষ্য !! group B & group G



আমার মতে গ্রুপ বি থেকে আরজেন্টিনা খুব শহজেই উঠে জেতে পারবে। কারন, গ্রুপ পর্বে আর্জেন্টিনার খেলা পরেছে নাইজেরিয়া , কোরিয়া এবং গ্রীস এর সাথে। আমার মনে হয় না এরা ফাইট দেবার মত যথেষ্ট স্ট্রং টিম । গ্রুপ বি এর খেলাগুলর মধ্যে যদি কোনোটাকে খেলা বলে বলতে হয় তবে আর্জেন্টিনার সাথে কোরিয়া রিপাব্লিক এর খেলাটাই যা একটূ জুইতের হবে বলে আশা করছি। এছাড়া আর্জেন্টিনার সামনে তেমন কোনো বাধাই নাই গ্রুপ পেরনোতে।

এতে আর্জেন্টিনার সমর্থক দের এতো ক্রেডিট নেবার কি হল তাই আমার এই ছোট্ট মস্তকে ঢুকেনা। অপরপখখে, ব্রাজিল ... ফাইটার বলতেই হয়। সবাই হয়ত জানেন আইভরি কোষ্ট পর্তুগাল আর কোরিয়া dpr এর সাথে খেলা। দ্রগবা,ক্রিশ্চিয়ানো রোনালদো,রাউলদের ত সবাই চেনে। এদের সাথে লড়াই পরেছে ব্রাজিল এর।

অবশ্য বাঘের সাথে বাঘের লড়াই না হলে তো আর খেলা জমে না। এটা তো সবাই জানে। আর ব্রজিল এর নৈপুন্য যদি আগের মতই থাকে তবে এবার ঠেকায় কে ? কথা হছছে এবার টিম তা কিছুটা ভারসাম্যহীন। দেখা যাক কি দেখায়। আজ ত আর্জেন্টিনার খেলা।

সমর্থক দের মতামত কি ?? অপরদিকে ইংলান্ড যথেষ্ট শক্তিশালী। অদের উঠাটাও খুব সহজ। এক টু চেষ্টা। স্পেন এবার খুব পরাক্রমশালী দল। এদের মাঠের সবখানেই যথেষ্ট ভারসাম্য রয়েছে।

এখন সুধুই অপেখখার পালা............

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।