আহসান জামান
কাল সারারাত ঘরময় বাতাসে সাঁতার কেটেছে বেলীর সুবাস
আর জানালায় মাধবীর আহ্লাদি হাসির স্পন্দনে;
আমারও মন উড়ে পায়চারী পাখি, আনমনে হেঁটেছে বহুবার।
কেবলই খুঁজেছে সে, আলস্য দু'চোখে কতদূর অতীত-কাহন।
স্মৃতির মাঠপারে কবেকার, কয়েকটি খুঁনশুটি জলস্বর;
নরোম মেঘের ভেলায় ওড়ে সেইসব নিরিবিলি রাত;
আমি তার মধ্যপ্রাণ। হুলুস্থুল বেদনার বিষণ্ন একা রাত -
ছুঁয়ে; টের পাই, সে এক পুরানো পশমী-নম্র-প্রহর
আমি তার গন্ধ নিতে নিতে মনে পড়ে জননীর স্বাদ;
শ্রদ্ধানতচোখে জল চলাচল।
আজ এই পথ ভোলা পথে ক্লান্ত করেছে আমার; কাল সারারাত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।