আমাদের কথা খুঁজে নিন

   

ওয়েব আর হ্যান্ডসেটে বিশ্বকাপ আয়োজন

বিকল্প গণমাধ্যম দীর্ঘজীবি হোক!
অন্যান্য বছরের চেয়ে এবার ওয়েব মিডিয়ায়ই বেশি কভারেজ পাচ্ছে সাউথ আফ্রিকায় অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবল। টেলিভিশনের চেয়ে কম্পিউটার আর হ্যান্ডসেটে বিশ্বকাপ ফুটবল দেখার আয়োজন এবার বেশি। ইতিমধ্যে বিশ্বকাপ ফুটবলের বিভিন্ন সংবাদ পড়া, লাইভ স্কোর দেখা বা ধারাভাষ্য শোনার হ্যান্ডসেট অ্যাপ্লিকেশন বাজারে ছেড়েছে একাধিক প্রতিষ্ঠান। জানা গেছে, এবার খেলাগুলো এমন সময় হবে, যখন যুক্তরাষ্ট্রের অধিকাংশ মানুষই কর্মস্থলে থাকবে। ফলে অফিসের কম্পিউটারই বিশ্বকাপ তথ্য জানার একমাত্র মাধ্যম।

আর এ কারণে যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইটগুলোয় রয়েছে বিশ্বকাপ সম্পর্কিত বিভিন্ন আয়োজন। খেলাধুলাবিষয়ক জনপ্রিয় চ্যানেল ইএসপিএন তাদের নতুন ওয়েবসাইট ইএসপিএনথ্রির মাধ্যমে বিশ্বকাপের ৫৪টি খেলা সরাসরি স্ট্রিমিং সুবিধা প্রদান করবে। তবে এ সাইটটি থেকে যুক্তরাষ্ট্রের ইএসপিএনের সঙ্গে সম্পর্কিত ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের কাছ থেকে সংযোগ নেওয়া ব্যবহারকারীরাই কেবল সরাসরি বিশ্বকাপ দেখার সুযোগ পাবেন। যুক্তরাষ্ট্রের বাইরের দর্শকরাও যেন এসব সুবিধা থেকে বঞ্চিত না হয়, সে জন্য আরো কয়েকটি দেশে ওয়েবে খেলা সম্প্রচারের প্রস্তুতিও প্রায় শেষ করেছে ইএসপিএন। পর্তুগিজ, অ্যারাবিয়ান, জার্মানি, জাপানিজ ও কোরিয়ান দর্শকদের জন্যও বিশ্বকাপ সম্প্রচার করবে তারা।

এ ছাড়া ফিফা ডটকম , সাউথ আফ্রিকা ডট ইনফো , ওয়ার্ল্ডকাপ ইয়ার্স ডটকম , ফুটবল ওয়ার্ল্ডকাপ ডটকম , বিবিসি স্পোর্টস নিউজ , স্কাইস্পোর্টস এবং ইএসপিএন সাইটে বিশ্বকাপের সর্বশেষ আপডেট পাওয়া যাবে। এ ছাড়া হ্যান্ডসেটে বিশ্বকাপ আপডেট পাওয়ার জন্য গ্লোবাল অ্যাপ্লিকেশন বাজারে ছেড়েছে অনেক প্রযুক্তি প্রতিষ্ঠান। নকিয়া এস ৬০ সিমবিয়ান মোবাইল ফোন, আইফোন, অ্যানড্রয়েড মোবাইল এবং ব্লাকবেরি অপারেটিং সিস্টেমসমর্থিত হ্যান্ডসেটের জন্য অ্যাপ্লিকেশন ছেড়েছে খেলাধুলাবিষয়ক ওয়েবসাইট গোল ডটকম । এই সাইট থেকে অ্যাপ্লিকেশনটি বিনা মূল্যে ডাউনলোড করা যাবে। এ ছাড়া নিউজ এজেন্সি অ্যাসোসিয়েটেড প্রেস বা এপি বিশ্বকাপ অ্যাপ্লিকেশন ডাউনলোড করা যাবে এই ঠিকানার ওয়েবসাইট থেকে।

বিশেষ প্রতিবেদন: বিশ্বকাপের প্রযুক্তি, প্রযুক্তির বিশ্বকাপ
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.