আমাদের কথা খুঁজে নিন

   

কৈশোরে লেখা কবিতা

ইতিবাচক তারুেণ্য িবশ্বাসী

১. হে মহাকাল হে তীব্র বেগে ছুটে চলা অনন্ত বাস, ক্ষণিকের তরে একটু ব্রেক কষো ফের দাও ছুট। যেন সামনের সিটে বসা প্রিয়া আমার পিছে হেলে পড়ে, দেখা হবে না হয়তো চোখ দুটো তার দুটো চুল তো চোখে এসে পড়তে পারে... ২. ফিরে চাও একটু যাব না ফিরে দিবাস্বপ্ন দেখব শুধু তোমাকে ঘিরে। ৩. রোদ্দুর আকাশ আজ আমি তাই তোমাদের চক্ষু আড়াল, একদিন রাত্রি হবে এখানে- মাথার ওপর দেখবে সেদিন তারা হয়ে জ্বলছি... নয়া স্বপ্নের কথা বলছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।