আমাদের কথা খুঁজে নিন

   

মিস ওয়ার্ল্ডকাপ ২০১০ মুকুট জিতলো ১৭ বছরের এক আর্জেন্টাইন স্কুল ছাত্রী।(১৭+)

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/

বিশ্বকাপ শুরুর আগে সমপন্ন হলো মিসওয়ার্ল্ডকাপ ২০১০। জার্মানীর 'ইউরুপা পার্কে' চুরান্ত পর্বে ৩২ জন প্রতিযোগিকে নিয়ে এক জাকজমক অনুষ্ঠানের মাধ্যমে নিরবাচিত করা হয় -মিসওয়ার্ল্ডকাপ ২০১০। প্রতিযোগিতায় ১৭ বৎসরের এক স্কুল ছাত্রী বীজয়ের মুকুট পারিধান করে। বিজয়ি 'জেনিফার সারমার' এর বাবা আর্জেন্টিনার কিন্তু মা জার্মান নাগরীক।

তারা গত ৩০ বছর যাবৎ জার্মানিতেই বসবাস করে আসছে। কিন্তু প্রতিযোগিতায় জেনিফার আর্জেন্টিনার প্রতিনিধি হিসেবেই নিজেকে প্রকাশ করেন। মিসওয়ার্ল্ডকাপ ২০১০ এর প্রাথমিক সিলেকশনে বিভিন্ন দেশ থেকে প্রায় ১০০০ সুন্দরিকে নির্বাচিত করা হয়। অংশ গ্রহন করার জন্য বয়স ঠিক করে দেয়া হয় ১৭-৪০। বিজয়ীকে দেয়া হয় নগদ ৫০০০ ইউরো ও একটি ফ্রি ইজিপ্ট ট্যুর।

Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।