তারা বলে সম্ভব না, আমি বলি সম্ভাবনা
আদালতের রায়ে আমার দেশ পত্রিকার প্রকাশনা বাতিলের সরকারি সিদ্ধান্ত স্থগিত হওয়ার পর পত্রিকাটি প্রকাশের কাজ পুরোদমে চলছে।
বন্ধ হয়ে যাওয়া দৈনিকটির অফিসের ঠিক পাশের ভবনটিতে আমার কর্মস্থল হওয়ার সুবাদে, সেখানে নতুন করে কর্মযুদ্ধ শুরু হওয়ার সাজ সাজ রব কিছুটা হলেও টের পাচ্ছি।
তারা আজ সন্ধ্যায় একটি টেলিগ্রাম প্রকাশ করারও কাজ চলছে বলে জানা গেছে।
ইতিমধ্যে পত্রিকাটির অনলাইন এডিশন শুরু হয়েছে।
(Click This Link)
গত ২ জুন, ২০১০ প্রকাশনা বাতিল হওয়ার পর আমার দেশ পত্রিকার প্রেসে তালা ঝুলিয়ে দেয় পুলিশ।
হাইকোর্টের রায়ের কপি সংগ্রহ করে প্রেসটি দ্রুত খুলে দেয়ার জন্য পুলিশের সাথে যোগাযোগ করছে পত্রিকা কর্তৃপক্ষ। উল্লেখ্য, গত ২ জুন আমার দেশ পত্রিকার প্রকাশক হাসমত আলীর দায়ের করা প্রতারণা মামলার প্রেক্ষিতে পত্রিকার প্রকাশনা বাতিল করে ওই দিন রাতেই তেজগাঁওয়ে অবস্থিত প্রেসে তালা দেয় পুলিশ। আর ওইদিন রাতেই গ্রেফতার করা হয় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন। বিভিন্ন মামলায় তাকে ১২ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।