আমাদের কথা খুঁজে নিন

   

কেন গান শুনি

Confusion is a divine entity.......
গিয়াছিলাম পাঠাগারে , বিদ্যাভ্যাস করিতে। কিছুক্ষণ অধ্যয়ন করিবার পর দেহ মনে সমূহ ক্লান্তি উপস্থিত হইল। ভাবিলাম কিঞ্চিত সংগীত শ্রবণ করি। সংগীতবাদক যন্ত্রটি বাহির করিয়া উহার অংশ বিশেষ কানে উপবিষ্ট করিলাম। গানের তালিকা'র প্রথম অংশ নিচে তুলিয়া দিতেছি: স্বপ্নঘুড়ি(নয়ন মেহেদী) Shape of My Heart(পিছনের গলির ছেলেপেলেরা) Shape of My Heart(স্টিং) Show me the Meaning of being Lonely(পিছনের গলির ছেলেপেলেরা) একের পর এক এক রোমান্টিক গান শুনিয়া আমার হৃদয় দ্রবীভূত হইয়া গেল।

ভিতরে অত্যন্ত নীল অনুভব করিতে লাগিলাম(Feeling Bad Blues)। মনে হইতে লাগিলো হায়, কেনই সর্বদা সমাজের নর্ম মানিয়া চলিতে হইবে? কেন অন্তত: একবারের জন্য হইলেও নিজের একটা আবেগের উপরে আরেকটা আবেগকে স্থান দিবো না?? হায় আমার করুণ দশা। ক্ষণিক বিনোদনের জন্য গান বাজাইতেছিলাম সত্য, তার খেসারত এমনভাবে দিতে হইলো?? যাহা হউক, তাহার পরও আবার গান শোনায় মনোনিবেশ করিলাম। গানগুলো বর্ণ ক্রমানুসারে নিজের গতিতে অগ্রসর হইতে লাগিলো । এবারের তালিকা অনেকটা এরকমঃ Smells Like Teen Spirit( নির্বাণ ! ) Smoke On The Water(গাঢ় বেগুনী) Symphony No 9 (Ode to Joy) ( বীথোভেন) শুরুতেই জনাব কার্ট কোবেইন তাহার ব্জ্রসম অতি শক্তিশালী তড়িৎচালিত বাদ্যযন্ত্র খানা লইয়া আমার স্নায়ুজগৎকে একটা কঠিন ঝাঁকুনি দিলেন।

তাহার আপাত অসংলগ্ন কথা সমৃদ্ধ গানে আমার কিয়দক্ষণ পূর্বের রোমান্টিকতা বাপ বাপ করিয়া পালাইয়া গেল। তাহার পর যখন "স্মোক অন দ্যা ওয়াটার" বাজা শুরু হইলো তখন আশ্চর্য হইয়া খেয়াল করিলাম যে পূর্বের মন খারাপ ভাবটা আর নাই, বরং সংগীতের তালে তালে পা নাচাইতেছি! শেষে যখন মান্যবর বীথোভেন সাহেব তাহার সিম্ফনী লইয়া হাজির হইলেন ততক্ষণে আমার মানসিক অবস্থা বেশ পাল্টাইয়া গিয়াছে। সুর ভাঁজিতে ভাঁজিতে পাঠাগার হইতে বের হইয়া আসিলাম। এভাবে সংগীত প্রতিনিয়ত আমার মন নিয়া খেলা করিয়া যাইতেছে। এই পাহাড়ের চূড়ায় তুলিয়া দেয়, পরমুহূর্তেই সমুদ্রের অতলে লইয়া যায়।

উহার কোন সীমা পরিসীমা খুজিয়া পাইতেছি না। আজকে কেবল S অক্ষরবিশিষ্ট তালিকার কয়েকখানা গানের কথা উল্লেখ করিলাম, কিন্তু বাংলায় বর্ণ আছে ৪৯টি , ইংরাজীতে ২৬ টি! উহাদের প্রত্যেকের দ্বারা শুরু হয় এরকম গানের তালিকা আছে। এবং উহাদের প্রত্যেকেই মনের উপর উপরিউক্ত প্রভাব ফেলিয়া থাকে! তাহা ছাড়া সংগীত শুধুমাত্র বর্ণমালায় সীমাবদ্ধ নহে! বর্ণমালার বাহিরে আছে বিশাল এক যন্ত্রসংগীতের জগত। উদাহরণস্বরূপ বলা যায় ভারতীয় মার্গ সংগীতের কথা, কিংবা ইউরোপীয় ক্লাসিক্যাল মিউজিকের কথা কিংবা তাহাও না চাহিলে ঈয়ানি'র কথা, উহাদের কাজ শুনিলে মনের কোন না কোন গহীন কোণে ব্যকুলতার সৃষ্টি হয়! আসলে সংগীত কেন ভালবাসি তাহা ব্যাখ্যা করা সম্ভবপর নহে। উহাকে কেবল ভালোই বাসা যায় ।

যাহাদের ভালো লাগে না তাহাদের জোর জবরদস্তি করার কিছু নাই। তবে যাহাদের ভাল লাগে তাহারা সম্ভবত আমার সহিত একমত হইবেন। সকলের জন্য সুরসমৃদ্ধ শুভকামনা!
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।