বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্উক, হে ভগবান।রবীন্দ্রনাথ
HUSTON SMITH এবং PHILIP NOVAK রচিত Buddhism a concise introduction বইটির প্রচ্ছদ
বৌদ্ধধর্ম কিংবা দর্শন -যাই বলি না কেন তার সঙ্গে দশম শতাব্দী অবধি বাংলার সঙ্গে সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ট। তৃতীয় শতাব্দীর উত্তর ভারতের বৌদ্ধদার্শনিকরা যখন বললেন, 'শূন্য' থেকেই সব কিছুর উৎপত্তি ... তার কিছুকাল পরে বাংলার (বিক্রমপুরের) বৌদ্ধ দার্শনিকরা বললেন, সব কিছুর শুরু 'বজ্র' থেকে। আর এভাবে নারীকে প্রাধান্য দিয়ে তারা তান্ত্রিক বৌদ্ধধর্মের সূচনা করলেন। HUSTON SMITH এবং PHILIP NOVAK রচিত Buddhism a concise introduction বইটি তে সে বিষয়ে আলোচনা না-থাকলেও বৌদ্ধধর্মের পরবর্তী বিকাশ নিয়ে চমৎকার আলোচনা রয়েছে। বিশেষ করে জেন বৌদ্ধধর্ম ও আমেরিকায় বৌদ্ধ দর্শনের প্রভাব সম্পর্কে লেখকদ্বয় বিস্তারিত আলোচনা করেছেন।
দীর্ঘদিন ধরে বৌদ্ধদর্শনের মূলকথা নিয়ে বিশ্বের পড়ুয়া মহলে কৌতূহল লক্ষ করার মতো ...
HUSTON SMITH এবং PHILIP NOVAK রচিত Buddhism a concise introduction বইটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক
http://www.mediafire.com/?35rjkbzmzhg
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।