ভালো ব্রান্ড ছাড়া কোন কিছু ব্যবহার করতে মন চায়না। বাজেট ৮০০০-১০০০০ টাকার মধ্যে ভালো কিছু আশাও করছি না। তবুও যারা ট্যবলেট ব্যবহার করছেন , যদি একটু সাজেশান দেন তবে খুব উপকৃত হবো।
নেট ইউজ করবো, আর টুকটাক পিডিএফ, এক্সেল বা এমএস ফাইল পড়া যায় এমনটা হলেও হবে। তবে টাচ স্ক্রীনটা স্মুথ চাচ্ছি, ব্যাটারী ব্যাকআপ মোটামুটি ভালো।
নেটে ঘাটাঘাটি করে একটা পেলাম : MSB MT730A 7" Sim Supported Phone Calling Tab
জানিনা কেমন হবে , বাট এটা নাকি মেড বাই তাইওয়ান। দাম ৮০০০ টাকা ।
প্লিজ হেল্প মি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।