আমাদের কথা খুঁজে নিন

   

এক লাইনের কবিতা (৯২১-৯৩০)



১. জলোচ্ছাস আয়, আয়রে জলোচ্ছাস, রাজাকারকে ভাসিয়ে নিয়ে যাস। ২. শ্লোগান গোটা বাংলা হোক নিমতলী আর বেগুনবাড়ি, ধরে ধরে রাজাকার মারি। ৩. অভিষাপ যে হাত ছুঁয়েছে রাজাকারের হাত, সেও হোক কুপোকাত। ৪. দগ্ধতা রাজাকারের সাথে আতাত ক্ষমতার মোহে, কবি দগ্ধ হয় ক্ষোভ আর দ্রোহে। ৫. নীচ নীচু হতে হতে কতটা হবে নীচ, সিংহাসন পেতে রাজাকারের পিছ! ৬. মা শহীদ জননী জাহানারা, আবার ফিরে আসুক রুমিরা। ৭. পণ একটি রাজাকারও বেঁচে থাকতে যেন না হয় মরন, ওদের ফাঁসি দেখে যাবো এই মোর পণ। ৮. নিশ্চিহ্ন আবার জ্বলবে আগুন পদ্ম-মেঘনা-যমুনায়, রাজাকার নিশ্চিহ্ন হবেই এই বাংলায়। ৯. উচ্চারণ আমার সন্তানের মুখে উচ্চারিত হবে একটি শ্লোগান, এ দেশ মুক্তি সেনার দান। ১০. কবিতা কবিতার প্রতিটি চরিত্র এক একটা মিশাইল, সব রাজাকারের আজরাইল। ০৯/০৬/২০১০ প্রজাপাড়া-পীরগঞ্জ-রংপুর রাত ৯ টা ৪৫ মিনিট

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।