আমাদের কথা খুঁজে নিন

   

ব্রাজিল আর্জেন্টিনা বড় কথা না। বড় কথা হল দুই দল ই ফুটবল পাগল। এইবার আসেন আমাদের হলে ব্রাজিল - আর্জেন্টিনার উন্মাদনার কিছু ফডুক দেখেন

ফুলটাইম ক্রুয়েল জোকার, পার্ট টাইম সিরিয়াস

ভার্সিটিতে বিশ্বকাপ পাবোই একটা । এতো মজা করে আর কোনদিন বিশ্বকাপ দেখতে পারবো কিনা সবাই। তাই সব বন্ধুরা মিলে এবার আমরা আয়োজন করছি। জাস্ট ফর ফুটবল ম্যানিয়া। বিশ্বকাপ উপলক্ষে আমাদের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৬৭ তম ব্যাচের কারবার দেখেন।

এই পোস্ট পরে আবার আপডেট করা হবে । আপাতত এইসব দেখেন। প্রথমেই দেখেন হলের প্রবেশ পথ : এরপর পাশের দেয়াল আর্জেন্টিনার দখলে টিভি রুমে ঢোকার পথেই অভিনব পোস্টার আর্জেন্টিনার সাপোর্টার অনেক বেশি। কিন্তু ব্রাজিল সাপোর্টারদের বিজ্ঞাপন টা অভিনব। কোথা্ও ব্রাজিলের নাম লেখা নাই এই পোস্টারে।

ইনসাইড দ্য গোলপোস্ট ( মানে টিভি রুম) ব্রাজিল আর্জেন্টিনার জয়-জয়কার আরো কিছু ব্রাজিলিয় পোস্টার আরো কিছু চিকামারা এবার ডাইনিং ক্যান্টিনের অবস্থা হলের বাইরের দিকে আরো কিছু ছবি এড হবে। এটার সাথে । এটা শুধু প্রাথমিক প্রস্তুতির অংশ হিসেবে কাল সন্ধ্যা থেকে পোলাপাইনরা করছে। আর্জেন্টিনা একটু বেশি সুবিধা পাইছে পতাকা আকানোর জন্য। সমানে ব্রাশে আসমানি আর নীল রং ভরাইয়া দেয়ালে লম্বা করে টান দিয়ে গেছে।

আগেভাগে দেয়াল দখলের জন্য। পরে সূর্য আকছে পতাকায়। ব্রাজিলের সাপোর্টার রা দেখল ব্রাজিলের এর পতাকা এতো তাড়াতাড়ি আকা সম্ভব না। তাই একদল রং করছে। একদল কাগজ কাটছে।

একদল থিম দিছে পোস্টার বানানোর। সাপোর্টার যে যেই দলেরই হোক। অনেক মজা লাগতেছে ভাই। ভার্সিটিতে বিশ্বকাপ পাবোই মাত্র একটা। তাই সাজ সাজ রব পড়ে গেছে আমাদের মধ্যে ।

বিয়াফক বিজি সবাই। সিদ্ধান্ত নিছি এবার নারিকেল গাছ গুলারো রেহাই নাই। দ্বিতীয় পর্ব এইখানে। আমাদের ভার্সিটির ফুটবল উন্মাদনা দেখেন (২য়পর্ব) ছবি বলোগ এন্ড কমেন্ট্রি । পড়লে মিস করবেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।