আমাদের কথা খুঁজে নিন

   

৩১ বছর পর একসঙ্গে



এফ আই মানিকের নতুন ছবি 'বিচার আমি করব'তে একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন সোহেল রানা, আলমগীর এবং ওয়াসিম। এর আগে ১৯৭৯ সালে দেওয়ান নজরুলের 'ওস্তাদ সাগরেদ' ছবিতে অভিনয় করেছিলেন তাঁরা। ছবিতে তাঁরা তিনজনই চোরের চরিত্রে অভিনয় করেছিলেন বলে জানান ছবিটির পরিচালক দেওয়ান নজরুল। ওই ছবিতে তাঁদের সঙ্গে প্রয়াত জসিমও ছিলেন। পরিচালক এফ আই মানিক বলেন, 'বহু দিন ধরে এই তিন অভিনেতাকে নিয়ে একসঙ্গে কাজ করার ইচ্ছা ছিল।

কিন্তু তাঁদের নিয়ে কাজ করার জন্য যে আয়োজন দরকার, তা করতে পারছিলাম না। সন্ধানী কথাচিত্রের সহযোগিতায় অবশেষে আমি এ তিন অভিনেতাকে এক করতে পেরেছি। ' তিনি আরো জানান, ১৫ ও ১৬ আগস্ট তিনজনকে নিয়ে নতুন এ ছবির শুটিং শুরু করবেন। ছবিতে সোহেল রানার বিপরীতে থাকবেন সুচরিতা, আলমগীরের বিপরীতে চম্পা এবং দিতি। আর একজন পুলিশ সুপারের ভূমিকায় অভিনয় করবেন ওয়াসিম।

ছবিতে আরো অভিনয় করবেন শাকিব খান ও সাহারা। তিনজনের একসঙ্গে অভিনয় প্রসঙ্গে সোহেল রানা বলেন, 'ওয়াসিম আর আমি চলচ্চিত্রে আসার আগে থেকেই বন্ধু। আমরা কলেজে একসঙ্গে পড়তাম। কিন্তু চলচ্চিত্রে একসঙ্গে খুব একটা কাজ করা হয়নি। আলমগীরের সঙ্গে অনেক ছবিতে অভিনয় করেছি।

ওয়াসিম ভালো কৌতুক করেন আর আলমগীর ভালো গান করেন। খুব মজা হবে শুটিং করতে গিয়ে। গতকালই ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছি। ' ওয়াসিম বলেন, 'ছবির গল্প শুনে ভালো লেগেছে। তিনজনকেই প্রাধান্য দেওয়া হয়েছে।

' আলমগীর বলেন, 'আমাদের তিনজনের মধ্যে বোঝাপড়া খুবই ভালো। আশা করছি, কাজটি ভালো হবে। '

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।