আমাদের কথা খুঁজে নিন

   

নব যাত্রার পথে কোডাক

ক্যামেরা প্রযুক্তি ও ফটোগ্রাফির জন্য বিখ্যাত  প্রতিষ্ঠান কোডাক। কিন্তু ২০১২ সালের জানুয়ারিতে এই প্রতিষ্ঠানটি নিজেদেরকে দেউলিয়া ঘোষণার আবেদন জানায়।  

তবে বর্তমানে প্রতিষ্ঠানটি তাদের পূর্বের প্রযুক্তি ব্যবহার করে নতুনভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে। তারা এখন নতুন করে ডিজিটাল ইমেজিং কোম্পানি প্রতিষ্ঠা করবে বলে জানা গেছে। এর মাধ্যমে তারা দেউলিয়াত্ব থেকে বেরিয়ে আসতে চাচ্ছে।

 

জানা যায়, প্রতিষ্ঠানটি তার চলমান আর্থিক সংকট কাটিয়ে উঠতে দীর্ঘদিন চেষ্টাও চালিয়ে আসছিলো। প্রতিষ্ঠানটির এই পরিকল্পনার সাথে একমত হয়েছেন নিউইয়র্কের আদালত।  

বিচারক অ্যালান গ্রপার আদালতের রায়ের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে দুই সপ্তাহ সময় দিয়েছেন তাদের দেউলিয়া অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য।       

এদিকে, প্রতিষ্ঠানটির নির্বাহী কর্মকর্তা অ্যান্টোনিও প্যারেজ বলেন, আদালতের রায় আমাদের পক্ষে রয়েছে। আমরা দ্রুত দেউলিয়া অবস্থা অতিক্রম করতে পারবো বলে আসা করছি।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।