আমাদের কথা খুঁজে নিন

   

এক লাইনের কবিতা (৯১১-৯২০)



১. দাঁড়াও আর একটু সবুর করো হে যমদূত, এদেশে এখনো আছে অনেক বেজন্মা পুত। ২. সংকল্প দেশদ্রোহী মেরে তবেই মরবো, আমি সোনার বাংলা গড়বো। ৩. নগন্য মেহনতী জনতার ঘাম আর রক্ত তোরা ভাবিস পন্য, জোট বাঁধছে জনতা শোনরে নগন্য। ৪. ধ্বংস রক্তে যদি আগুন জ্বলে, শকুন পুঁড়বে দলে দলে। ৫. ক্ষোভ নিরবতা মানেই সম্মতি নয়, নিরবতায় ক্ষোভের জন্ম হয়। ৬. বেরিকেড বেরিকেড আজ বেরিকেড চারদিকে, হে বিচারপতি কদম তোলো রাজাকারের মৃত্যুর রায় লিখে। ৭. ইষ্যু হায় রে অভাগা জাতি, যুদ্ধাপরাধীর ইষ্যুতে কতই সদাইপাতি! ৮. বীরাঙ্গনা বীরাঙ্গনা জেগে কি আছো....এবার তুমি প্রতিশোধের আগুনে নাচো। ৯. উত্তরসূরি হে মুক্তিযোদ্ধার যোগ্য উত্তরসূরি, এসো শকুন মারতে মৃত্যু শিবির গড়ি। ১০. আশ্রয় একটু একটু ক্ষয়ের চেয়ে একবারে হবো নিঃশেষ; শুধু শেষ আশ্রয় দিও হে প্রিয় দেশ। ০৯/০৬/২০১০ প্রজাপাড়া-পীরগঞ্জ-রংপুর সকাল ১১ টা ১৫ মিনিট

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।