আমাদের কথা খুঁজে নিন

   

আমার দেশ এর পরে 'সাপ্তাহিক এখন' বন্ধের পথে...

আই এম নো বডি...

ভারতীয় গোয়েন্দা সংস্থার সহযোগীতা নিয়ে বাংলাদেশ সরকার এখন পুরোপুরি মাঠে নেমেছে সরকার/ভারত বিরোধিদের মুখপত্র একের পর এক বন্ধ করতে। অন্যায়ভাবে ' দৈনিক আমার দেশ' বন্ধ এবং মাহমুদুর রহমানের গ্রেফতারে দেশি/বিদেশি সমালোচনার পরও সরকার একের পর এক মিথ্যা মামলা দিয়ে মাহমুদুর রহমানকে রিমান্ডে দিচ্ছে তার অন্যতম একটা কারন হলো সরকারের ভারত তোষন নীতির যেন সমালোচনা না করা হয়। আর এর পথ ধরেই সরকারের পরবর্তী টার্গেট হলো 'সাপ্তাহিক এখন' যার মূলত প্রেসক্লাব সভাপতি শওকত মাহমুদ এবং সিনিয়র সাংবাদিক আতাউস সামাদের যৌথ প্রযোজনায় বের হয়ে এবং প্রথাগতভাবে যাদের ভারত বিরোধি বলে মনে করা হয়। খুব বিশ্বস্ত মাধ্যম থেকে জানা গেছে, মাহমুদুর রহমানের গ্রেফতারের পর শওকাত মাহমুদের 'উইকলি ইকোনোমিক্স টাইমসের' অফিসে ডি জি এফ আই এবং এন এস আই এর লোকজন সারাদিন প্রহরা দেয় এবং বিভিন্নভাবে হুমকি দিচ্ছে যেন 'সাপ্তাহিক এখন' প্রকাশনা বন্ধ করে দেয়া হয়। এরাই র' (RAW) এর স্থানীয় এজেন্ট হিসেবে কাজ করছে আওয়ামী সরকারের কাজ সহজ করে দেবার জন্যে।

শুধু তাই না- রাষ্ট্রীয় এই গোয়েন্দা সংস্থার লোকজন অযাচিতভাবে নাকি শওকত মাহমুদের ইমেল একসেস চায়। একটি স্বাধীন দেশে সেই দেশেরই নাগরিক কিভাবে একটি বিদেশী গোয়েন্দা সংস্থার অনুঘটক হিসেবে কাজ করে সেটা অননুমেয়। বলতে দ্বিধা নেই, বি ডি আর এর ঘটনার পিছনে এরাই জড়িত। এরাই সরকারের কিছু কর্তাব্যক্তিদের আবার সেই ঘটনার সম্পৃক্ততা থেকে কক্ষা করার দায়িত্ব পালন করে আসছে। এর জন্যে বলির পাঠা হয়েছেন নাসিরুদ্দিন পিন্টু অথচ এখন পর্যন্ত বি ডি আর বিদ্রোহের ঘটনার সাথে তার কোন সম্পৃক্ততা পাওয়া যায়নি।

একইভাবে বিরোধী দল থেকে যেন কোন তরুন নেতা বের হয়ে আসতে না পারে তারও রুপকল্প করে রেখেছে এই দেশি-বিদেশি মিলিত স্বৈরশক্তি। তার অংশ হিসেবেই তারেক রহমান যেন দেশে কোনভাবেই না আসতে পারে তার ব্যবস্থা নেয়া, এহসানুল হক মিলন কে জেলে রাখা ইত্যাদি ব্যাপারগুলো ঘটানো হচ্ছে। একথা বলা অনস্বীকার্য যে বি এস এফ যেভাবে প্রায়ই সীমান্তে মানুষ মারে তা বিভিন্ন মিডিয়ায় শক্তভাবে আসেনা। হয়তো ভবিষ্যতে এইরকম খবর আর পাওয়াও যাবেনা। তবে একটি স্বাধীন দেশের নাগরিক হয়েও আমরা বিদেশি গোয়েন্দা সংস্থার ক্রীড়নক হয়ে থাকবো??


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।