আমাদের কথা খুঁজে নিন

   

কাক ও কোকিলের গল্প



কাকটা কী বোকা! সত্যি অনেক বোকা। তা না হলে নিজের বাসায় কোকিলের বাচ্চা বড় করে তোলে? বাসার পাশের গাছটায় কাকের বোকামী দেখে নিজেকে কেন যেন কাক কাক মনে হয়। যৌবনের প্রথম প্রহরে নিজেই হয়েছে একটা বোকা কাক। তা না হলে কোকিলের ভন্ডামী সে কেন ধরতে পারেনি। যখন সে বুঝতে পারে তখন অনেক দেরী হয়ে গেছে। কোকিলটা ডিম পেড়ে গেছে তার বাসায়। মা-মা ডাকে ফিরে আসে বাস্তবে। আজ কাল কোকিলের চেয়ে কাকের সংখ্যাই বেশি। আর এই কালবৈশাখীর ছোবলে কত কাক যে মুখ থুবড়ে পড়েছে এই ইট-কাঠ আর পাথরের আনাচে-কানাচে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।