আমাদের কথা খুঁজে নিন

   

নরম ফাঁকি ;

একটু দম নেয়ার অপেক্ষায় কতোকাল কাটিয়ে দিয়েছি গাছের আলিঙ্গনে ।

আমার সময়, অনেক সময় আমি মাঝে মধ্যে মনে হয় গাছের মতো ঠাঁই দাড়িয়ে দেখতে থাকি চলমান জীবনের জলছাপ । বিন্দু বিন্দু জলের ছাপে চুইয়ে নামে পাতার কোমলতা, গাঢ় ক্লান্তিরা ধুয়ে মুছে নিকটে আসে ; আসে অতীত নিকটের বিক্ষিপ্ত সুরতহাল । আমি দেখতে থাকি, অবাক বিস্ময়ে অপেক্ষায় থাকি, শুভ্র কোন মানুষের ; একদিন ভুল পথে হেটে এসে- যে বলবে : আমিও তোমার মতো অবিচল, নিথর হতে চাই । অশ্লীল বাতাসে ভেসে গ্যাছে সভ্যতার কারুকাজ, এখন চারদিকে উপমার ছড়াছড়ি, এই কাড়াকাড়ি লাগেনা ভালো, আমি তোমাতে মিশতে চাই ; হাসতে না জানা গাছের মতন আমি হাসতে থাকি, হাসতে থাকি- কেবল আমিই জানি, মানুষের ধর্ম ; পিট পিট চেয়ে দেখা নরম ফাঁকি ! লিখন অক্টোবর-০৭.২০০৯

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।