আমাদের কথা খুঁজে নিন

   

ঘাম ও প্রেমের গল্প



এমন গরম দিনে ঘাম ঝরে মনের মাটিতে ঘর্মাক্ত দুনিয়ায় থকথক করে জীবন আমাকে ডাকে আয় আয় আয়... বিপর্যয় বেলা সব অবেলায় গড়ায় আয় দেখি সব আমা অপরাধ কত রাত কত রাত ধরে বেড়েছে শানে ও সৈকতে আয় বিকৃতি আয় সব পুং কিংখাব আমিতো নির্গত বায়ু এক ভুল পথে লু হয়ে নেমে আসি এমন গরম দিনে তোমায় তর্জমা করে করেছি আমাকে নির্মাণ আমরা প্রকাশিত হলে ভেঙ্গে পড়ে সব হাল্কা বিনির্মাণে কে যে কাকে তবে করছি ছারখার সকল সত্য আমি ফ্লাস টেনে ভাসিয়ে দেবো বুড়িগঙ্গায় আর স্যুয়ারেজের ছিদ্র দিয়ে মিথ্যে হয়ে ভেসে উঠব শহরময় প্রকাশ্যে হত্যা করি যাকে সে আমাকে খুন করে ভেতরে ভেতরে দু'রকম মৃত্যু ছুটে আসে দুই দিক থেকে কোথায় পালাবে আয় আয় আয় তব সহচরী এ জীবন রাখে হরি মরি মোরা দুজনে দুজন এমন গরম দিনে আয় আয় আয়... আয় তব বিপর্যয়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।